adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

১০০০ পর্বে ‘অলসপুর’

alashpurবিনােদন রিপাের্ট : ২০১১ সালের মে মাসে আরটিভিতে শুরু হয়েছিল 'অলসপুর'। ধারাবাহিক নাটকটি ১০০০ পর্বে পদার্পণ করতে যাচ্ছে ৪ জুন। এ উপলক্ষে ২৭ মে শনিবার দুপুরে আরটিভি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে নাটকটির নতুন প্রমো দেখানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রী, রচয়িতা, পরিচালক, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান ভুঁইয়া, অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, সহকারি মহাব্যবস্থাপক অনুষ্ঠান সৈয়দ সাবাব আলী আরজু, আরটিভি অনলাইন বার্তা প্রধান আনোয়ার হক ও অনেকে।  
ধারাবাহিকটিতে অভিনয় করছেন রহমত আলী, ডলি জহুর, আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, চিত্রলেখা গুহ, আরফান, আলভী, মৌসুমী হামিদ, শানারৈ দেবী শানু, তুষ্টি, দিহার, তাহমিনা সুলতানা মৌসহ অনেকে।
পরিচালক আল হাজেন বলেন, ‘গ্রামীণ প্রেক্ষাপটে তৈরি নাটকটি দর্শকরা ভালোভাবে গ্রহণ করেছেন। আমি প্রতিটি শিল্পীর কাছে কৃতজ্ঞ তারা সবাই একটি পরিবারের মতো অবিরামভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন। ’
সংবাদ সম্মেলনে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘আমাদের দেশের নাটকে সবচেয়ে বড় সংকট হলো ভালো গল্প। দর্শকদের ধরে রাখতে হলে ভালো গল্পের কোনো বিকল্প নেই। এ দেশের চ্যানেলগুলোকে প্রতিনিয়ত বিদেশের চ্যানেলের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে। সেই জায়গা থেকে কোনো ধারাবাহিকের ১০০০ পর্বে পদার্পণ করতে যাওয়াটা আশার বিষয়। দর্শকদের মাঝে যতদিন চাহিদা থাকবে কিংবা তারা দেখতে চাইবেন ততদিন আমরা নাটকটি প্রচার করে যাব।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া