adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাভারের জঙ্গি আস্তানায় কাউকে পাওয়া যায়নি -অভিযান সমাপ্ত

J J Jডেস্ক রিপাের্ট : সাভারের জঙ্গি আস্তানায় সাতটি গ্রেনেড এবং তিনটি সুইসাইডাল ভেষ্ট নিষ্ক্রিয় করার পর অভিযান সমাপ্ত ঘোষণা করেছে পুলিশ। এই অভিযানে কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনাস্থল থেকে কয়েকটি ল্যাপটপ, বোমা তৈরির দেশীয় সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

২৭ মে শনিবার বিকেল সাড়ে তিনটায়  প্রেস ব্রিফিং করে অভিযানের সমাপ্তি ঘোষণা করেন ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান।

ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান সংবাদ সম্মেলনে জানান, শুক্রবার সন্ধ্যা থেকে সাভার পৌর এলাকার নামা গেন্ডা মহল্লার ছয়তলা ওই বাড়িটি ঘেরাও করে রাখে ঢাকা জেলা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট। সেখানে বিপুল পরিমাণ বিস্ফোরক রাখার বিষয়টি নিশ্চিত হয়ে বোমা নিষ্ক্রিয়কারী দলকে তলব করা হয়। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির ভেতরে প্রবেশ করে বোমা নিষ্ক্রিয়কারী একটি দল।

বেলা আড়াইটা পর্যন্ত বাড়িটির ভেতরেই ১০টি বিস্ফোরণ ঘটিয়ে গ্রেনেড এবং  সুইসাইডাল ভেষ্টগুলো নিষ্ক্রিয় করা হয়।
শুক্রবার সন্ধ্যায় একই এলাকায় অপর একটি পাঁচতলা বাড়ি ঘেরাও করে পুলিশ। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।  

পুলিশের একটি বিশেষ সূত্র জানায়, বাড়িটিতে তিনজন পুরুষ ও একজন নারী জঙ্গি বসবাস করতেন। পৃুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় তারা। ভাড়া নেয়ার সময় নিজেদের কসমেটিকস ব্যবসায়ী হিসেবে পরিচয় দেয় জঙ্গিরা। বাড়ির মালিক একজন সৌদি প্রবাসী।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া