adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মাশরাফি বললেন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেকোনো কিছু করে দেখাতে পারি

MASHRAFIস্পোর্টস ডেস্ক : দারুণ ফুরফুরে মেজাজে আছে মাশরাফি বাহিনী। কয়েকদিন আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের ছয়ে উঠেছে তারা। কদিন পরই পর্দা উঠবে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি বিশ্ব চ্যাম্পিয়নস ট্রফির। সেই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। টুর্নামেন্টের আগে নিজেদের আরেকবার ঝালিয়ে নিতে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। 

বার্মিংহামের এজবাস্টনে প্রস্তুতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার (২৭ মে) বিকাল সাড়ে তিনটায়।  ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও পাকিস্তানের পিটিভি স্পোর্টস। পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার ক্যাপ্টেন জানালেন এই ম্যাচ ও চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে নিজেদের ভাবনা। 

মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘আমরা এখন র‌্যাঙ্কিংয়ে ছয়ে। এটা আমাদের জন্য আনন্দের। আমরা এটি নিয়ে খুব খুশি। এখান থেকে আমরা যতদূর সম্ভব এগিয়ে যেতে চাই।’ 

স্বাগতিক ইংল্যান্ড, বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং ফর্মে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে সাকিব-তামিমরা। তাই চ্যাম্পিয়নস ট্রফিতে কঠিন গ্রুপে বাংলাদেশ। টাইগার অধিনায়ক জানালেন, ‘এই টুর্নামেন্ট আমাদের জন্য কঠিন হতে যাচ্ছে। কঠিন গ্রুপে পড়েছি। তবে নিজের দিনে যেকোনো কিছুই হতে পারে। আমাদের সেই মানের খেলোয়াড় আছে, যারা ম্যাচের ছবি বদলে দিতে পারে। আমাদের একটা দল হয়ে খেলতে হবে, যা আমরা করে আসছি।’
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া