adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরিয়ে নেওয়ায় ফেসবুকে ঝড়

1ডেস্ক রিপাের্ট : ‘২৬ মার্চ স্বাধীনতা দিবস, ২৬ মে নতজানু দিবস।’, ‘যেদিকে তাকাই আলকাতরা’, ‘মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি’, এ ধরনের নানা ক্ষোভ আর হতাশায় ফেসবুক বিক্ষুব্ধ হয়ে উঠেছে বৃহস্পতিবার মধ্যরাত থেকে। রাত ১২টার পর সুপ্রিমকোর্টের সামনে থেকে ন্যায়ের প্রতীক ভাস্কর্যটি সরিয়ে নেওয়া শুরু হলে ফেসবুকে নিজেদের বক্তব্য হাজির করতে থাকেন দেশের শিক্ষক, সংস্কৃতিশিল্পী, অ্যাক্টিভিস্ট, ব্লগার, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
2ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রিয়াজ লিখেছেন, “ঢাকায় জিপিওর সামনে স্থাপিত বর্ষা নিক্ষেপের ভাস্কর্যটি রাতের অন্ধকারে সকলের অগোচরে সরিয়ে ফেলার ঘটনার কথা কি কারও মনে আছে? সেটা কোন সালের ঘটনা? কিংবা মনে করতে পারেন বিমানবন্দরের সামনে থেকে বাউলের ভাস্কর্য সরানোর ঘটনা? সেটাই বা কবে ঘটেছিলো? সেই সময়ে কে কি বলেছিলেন? মনে করতে না পারলে অসুবিধা নেই – ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। মূল চরিত্রের বদল হয় মাত্র। আর হ্যাঁ, পুনরাবৃত্ত ইতিহাস হচ্ছে প্রহসন। সেই প্রহসনের স্বাক্ষী হয়ে থাকা কম ভাগ্যের কথা নয়। প্রহসনের নায়ক-নায়িকারাও ‘শিল্পী’, কিংবা পুতুল নাচের উপাদান।”

3উদীচীর শিল্পী তানজিনা ইমাম লিখেছেন, ‘সুপ্রিম কোর্টের ভাস্কর্য সরানোর কাজ চলছে। আমরা নিশ্চিন্তে ঘুমাচ্ছি! এ আপসের চড়া দাম দিতে হবে জাতিকে। দুঃখ এ ঘটনাটি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলটির হাত ধরে ঘটলো। কাদের হাতে হাত মেলালেন বঙ্গবন্ধুর উত্তরসূরী! আমাদের উত্তরসূরীদের কাছে কী কৈফিয়ত দেবো এ আপসের? শুধু ভোটের হিসাবে মাথা বিকালাম! সে শেষরক্ষাও কি হবে? অঙ্গীকার কি পেয়েছেন?’

‘কদিন পরে যখন স্মৃতিসৌধ, শহীদ মিনার, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার বায়না ধরবে আজকের সখারা তখন সামলাতে পারবেন তো!’

ভাস্কর্য সরানোর খবর শুনে সেখানে হাজির হন ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট ও বাম রাজনৈতিক কর্মীরা। সেটিতে আশান্বিত হয়েও স্ট্যাটাস দিয়েছেন অনেকে। ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশনের অজন্তা দেব রয় লিখেছেন, “প্রচণ্ড হতাশা আর ক্ষোভ নিয়ে একাত্তর টিভিতে ভাস্কর্য সরানোর খবর দেখছিলাম। হঠাৎ করে সজোরে ‘জয় বাংলা’ শুনে চোখ দিয়ে পানি চলে এসেছে বিশ্বাস করেন। এই মধ্যরাতেও প্রগতিশীল আলোকিত কিছু মানুষ ছুটে গেছেন সুপ্রীম কোর্টের সামনে ভাস্কর্য সরানো ঠেকাতে। এমন মানুষেরা আছেন বলেই এখনো স্বপ্ন দেখি। তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই… আশা করি তারা সফল হবেন।”

4প্রবাসী অ্যাক্টিভিস্ট নির্ঝর মজুমদার তার ওয়ালে লিখেছেন, ‘জরুরি: ইতিমধ্যেই কিছু অসমসাহসী সহযোদ্ধা লেডি জাস্টিসিয়ার ভাস্কর্য রক্ষার জন্য হাইকোর্টের সামনে জড়ো হয়েছেন। সম্ভব হলে ঢাকাতে যারা আছেন, তাঁরা এই মূহূর্তে সেখানে যান। ভাস্কর্য রক্ষা না হলেও আমরা অন্তত বলতে পারবো আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি।’

সাংবাদিক ও কলামিস্ট প্রভাস আমিন লিখেছেন, “২০১৩ সালে মতিঝিলে এসে অশুভ ১৩ দফা দিয়েছিল হেফাজতে ইসলাম। তাদের ৭ নম্বর দাবিটি ছিল, ‘মসজিদের নগর ঢাকাকে মূর্তির নগরে রূপান্তর এবং দেশব্যাপী রাস্তার মোড়ে ও কলেজ-ভার্সিটিতে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বন্ধ করা’।”

জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত চিত্রনাট্যকার ও লেখক মাসুম রেজা লিখেছেন, ‘করেন যা ইচ্ছা।’

হুমায়রা চৌধুরী লিখেছেন, ‘আমার দেশ কোন নির্দেশনায় যাচ্ছে আমি জানতে চাই। আমার শরীরে মুক্তিযোদ্ধাদের রক্ত – দেশের কাজে নিজেকে দেখতে চাই দেখে ফেরত চলে এসেছি। দেশের দরজায় কড়া নাড়ছে কোন শকুন?’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া