adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিশরে খ্রিস্টানদের বহনকারী বাসে গুলি, নিহত অন্তত ২৩

EGYPTআন্তর্জাতিক ডেস্ক : মিশরের দক্ষিণাঞ্চলের মিনায়া শহরের কাছে কপটিক খ্রিস্টানদের বহনকারী এক বাসে গুলিতে নিহত কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন।

নিরাপত্তা বাহিনীর এক সূত্রে জানা যায়, বাসটি আনবা স্যামুয়েল থেকে মিনায়ার উদ্দেশে যাচ্ছিল।

মিনায়া প্রদেশের গর্ভনর ইসাম আল-বেদাইয়ান জানান, কমপক্ষে ২৩জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৫ জন।

যদিও স্থানীয় গণমাধ্যম সূত্রে বলা হয়, নিহতের সংখ্যা কমপক্ষে ২৪ জন।

তাৎক্ষণিক ভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। মিশরে সংখ্যালঘু কপটিক খ্রিস্টানের সংখ্যা দেশটির মোট জনগোষ্ঠীর ১০ শতাংশ। সম্প্রতি জঙ্গিগোষ্ঠীগুলো কপটিক খ্রিস্টানদের লক্ষ্য করে বেশি কিছু হামলা চালিয়েছে।

গত মাসে ‘প্লাম সানডে’তে তানটা ও অ্যালেকজান্দ্রিয়া শহরের চার্চে দুইটি পৃথক বোমা হামলায় ডজনেরও বেশি কপটিক খ্রিস্টানের মৃত্যু হয়েছে। ২০১৬ সালের ডিসেম্বরে কায়রোতে এক হামলায় কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়। সেই সময়ে আহত হয়েছিলেন আরও ৪৯ জন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া