adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শাহরুখ খান বলিউডের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন

Shahrukh_Khanবিনোদন ডেস্ক : ওয়ার মেশিন সিনেমার প্রচারণায় ভারতে এসেছেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। এ নিয়ে মুম্বাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ‘বলিউড বাদশা’খ্যাত তারকা শাহরুখ খান।

অনুষ্ঠানে সিনেমার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন শাহরুখ ও ব্র্যাড পিট। এ সময় বলিউডের ভবিষ্যৎ নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করে শাহরুখ খান জানান, বলিউড ইন্ডাস্ট্রির পরিবর্তন হওয়া প্রয়োজন।

শাহরুখ বলেন, ‘মার্কেটিং, ভিজ্যুয়াল এফেক্টস, চিত্রনাট্য, পেশাগত ও প্রযুক্তি বিষয়ে আমরা যদি দক্ষতা অর্জন করতে না পারি তাহলে পিছিয়ে পড়ব। যদি হলিউড থেকে না শিখতে পারি, তাহলে সত্যিই পিছিয়ে পড়ার ভয় থাকবে। ভাষাগত কোনো প্রতিবদ্ধকতা নেই। স্পাইডার ম্যান হিন্দি সিনেমা হিসেবে ভালো চলছে। সুতরাং আমাদের মানিয়ে নেয়া প্রয়োজন। আমরা যদি তা না করি আগামী ২০ বছরের মধ্যে আমরা সমস্যার সম্মুখীন হবো।’

তিনি আরো বলেন, ‘আমাদের বলার মতো অনেক সুন্দর গল্প রয়েছে কিন্তু আমরা সেগুলোকে ভালো মতো ব্যবহার করছি না। আমরা গল্পগুলোকে খোয়ালখুশি মতো ব্যবহার করছি। নাচ ও গান বলিউড সিনেমা অংশ থাকবে কিন্তু তা শুধু মাত্র ব্র্যাডকে আমাদের সিনেমা থেকে দূরে রাখার জন্য। তবে আমাদের হলিউড থেকে শেখা উচিৎ।’
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া