adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশী ৩৪ জনের মৃত্যু

ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশী ৩৪ জনের মৃত্যুআন্তর্জাতিক ডেস্ক: লিবিয়া উপকূলে ভূমধ্যসাগরে ডুবে কমপক্ষে ৩৪ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইতালীয় কোস্টগার্ড।

কোস্টগার্ড জানায়, বুধবার লিবিয়া উপকূল থেকে ৫০ কিলোমিটার দূরে একটি উদ্ধারকারী জাহাজের কাছে অভিবাসী বোঝাই নৌযান থেকে অন্তত ২শ’ জন সাগরে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধারে তৎপরতা চালালে শিশুসহ ৩০ জনের বেশি আশ্রয় প্রত্যাশীকে উদ্ধার করা হয়। নৌযানটিতে প্রায় ৫শ’ অভিবাসী ছিল বলে জানা গেছে। 

এছাড়া এর কাছে অন্তত ১৫টি নৌযান ১ হাজার ৭শ’ অভিবাসী ভূমধ্যসাগর থেকে উদ্ধারের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

চলতি বছর ইতালিতে অন্তত ৫০ হাজার অভিবাসী পাড়ি জমিয়েছে। ঝুঁকি নিয়ে এ পথ পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে ডুবেই মৃত্যু হয়েছে প্রায় ১ হাজার ৩শ’ জনের।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া