adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ব্রিটেনে আরও হামলার আশঙ্কা, সর্বোচ্চ সতর্কতা জারি

Theresa-Mayআন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনে আরও সন্ত্রাসী হামলার আশঙ্কা করছেন দেশটির প্রধানমন্ত্রী টেরিজা মে। এর ফলে দেশটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতিকে যেকোনও সময়ের চেয়ে সংকটময় ও উদ্বেগজনক বলে ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে দেশটির গুরুত্বপূর্ণ সব স্থাপনায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে সশস্ত্র পুলিশকে সহযোগিতা করতে ‘অপারেশন টেম্পেরার’ নামে সেনা বাহিনীর ইউনিট নামানো হচ্ছে। 

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘শঙ্কার মূল কারণ সন্দেহভাজন হামলাকারী সালমান আবেদি একাই হামলা চালিয়েছে, না এর পেছনে আরও মানুষ সক্রিয় রয়েছে, সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।’

গত সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় কনসার্ট শেষে যুক্তরাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ‘ম্যানচেস্টার অ্যারিনায়’ এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহতম হামলার ঘটনাটি ঘটেছে। আত্মঘাতী এই বোমা হামলায় নিহত হয়েছেন ২২ জন। এ সময় হলে উপস্থিত প্রায় ২১ হাজার দর্শক-শ্রোতার বেশির ভাগই ছিলেন তরুণ-তরুণী। কিশোর ও তরুণদের কাছে জনপ্রিয় মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডির গান শুনতে তাঁরা সেখানে জড়ো হয়েছিলেন।

মঙ্গলবার ম্যানচেস্টার পুলিশ হামলাকারীর পরিচয় জানতে পেরেছে। ২২ বছর বয়সের ওই হামলাকারীর নাম সালমান আবেদি। তার বাবা-মা শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে আশ্রয় নিয়েছিলেন। চার ভাইবোনের মধ্যে সালমান দক্ষিণ ম্যানচেস্টারে বড় হয়েছেন। সিরিয়ার জঙ্গিগোষ্ঠী ‘আইএস’ এ হামলার দায় স্বীকার করছে, তবে দাবির সপক্ষে কোনো বিস্তারিত তথ্য তারা দেয়নি।

ওয়েস্টমিনস্টার পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলার ঠিক দুই মাস পূর্তির দিনই এই হামলার ঘটনা ঘটল। ২০০৫ সালে লন্ডন পাতালরেলে বোমা হামলার পর এটিকে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা বলা হচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া