adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপে খেলা নিয়ে ভীষণ সংশয়ে মাশরাফিবাহিনী

MASHRAFIনিজস্ব প্রতিবেদক : আইসিসি বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে নতুন নিয়ম করায় র‌্যাঙ্কিং বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আগামী ২০১৯ সালের বিশ্বকাপে সরাসরি অংশ নিবে আটটি দল। এর মধ্যে ইংল্যান্ড স্বাগতিক হওয়ায় সরাসরি অংশ নিবে। তাদের জন্য অন্য কোনও শর্ত প্রযোজ্য নয়।
বাকি সাতটি দল নির্ধারিত হবে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে। সেক্ষেত্রে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সেরা সাতে থাকা দলগুলো বিশ্বকাপে সরাসরি অংশ নেয়ার সুযোগ পাবে।
৯১ রেটিং পয়েন্ট নিয়ে এখন র‌্যাঙ্কিংয়ে সাত নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ। ৯৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে শ্রীলঙ্কা। ৮৮ পয়েন্ট নিয়ে অষ্টম অবস্থানে আছে পাকিস্তান।
ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ যদি বাংলাদেশ জিততে পারে তাহলে বাংলাদেশ পাবে দুই পয়েন্ট। আর যদি হেরে যায় তাহলে হারাতে হবে একটি পয়েন্ট।
বুধবার যদি বাংলাদেশ জিততে পারে তাহলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার পয়েন্ট হবে সমান ৯৩। সেক্ষেত্রে র‌্যাঙ্কিংয়ে সাত থেকে ছয়ে উঠে যাবে বাংলাদেশ। কারণ, ভগ্নাংশের ভিত্তিতে শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশই এগিয়ে থাকবে। তবে, বাংলাদেশ হেরে গেলে র‌্যাঙ্কিংয়ে পরিবর্তন আসবে না। সেক্ষেত্রে ৯০ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানেই থাকবে টাইগাররা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া