adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা বাের্ড বােতল খেয়ে প্রশ্ন করে – স্যার নাম্বার একটু বাড়িয়ে দিবেন!

COMILLAডেস্ক রিপাের্ট : শিক্ষার্থীদের উত্তরপত্রে বেশি নম্বর দেওয়ার চাপ থাকে শিক্ষকদের ওপর এমন জনশ্রুতি অনেক দিন ধরে চলে আসছে। আবার উত্তরপত্রে পরীক্ষকের কাছে নাম্বার বেশি চাওয়ার আবদার সবার জানা। তবে এবার এমন একটি উত্তর পত্রের স্ক্যান ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ২০১৭ সালের এইচএসসির পদার্থ বিজ্ঞান ২য় পত্রের উত্তরপত্রের প্রথম পৃষ্ঠায় পরীক্ষককে উদ্দেশ্য করে ‘স্যার নাম্বার একটু বাড়িয়ে দিবেন’ এমন শিরোনামে লিখেছেন এক শিক্ষার্থী। যাতে কুমিল্লা শিক্ষা বোর্ডকে নিয়ে বাজে মন্তব্যও করা হয়েছে।

এসএসসির গন্ডি পেরুনোর আগেই শিক্ষার্থীরা ফেসবুক, ইন্টারনেটে অনেক সময় ব্যয় করে। পরীক্ষার আগে কোন রকম কয়েকটি প্রশ্ন মুখস্ত করেই পরীক্ষা হলে যাচ্ছেন তারা। তারপরও অনেকে পরীক্ষায় জিপিএ ৫ পাচ্ছেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এদের অনেকে ঝরে পড়ছেন।

কয়েকটি বেসরকারী টেলিভিশনে এ নিয়ে অনেক প্রতিবেদন করা হয়েছে। যার মধ্যে দেখা গেছে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের অনেকে জাতীয় দিবসসহ সাধারন বিষয়গুলোও জানে না। পরে এই নিয়ে ব্যাপক প্রতিক্রয়া সৃষ্টি হয়। এবার দেখা গেলো এক শিক্ষার্থীর উত্তরপত্রে নাম্বার বেশি চাওয়ার আবদার।
জয়পরাজয় পাঠকদের স্বার্থে সে লেখাটি হুবহু তুলে ধরা হল :

‘‘স্যার নাম্বার একটু বাড়িয়ে দিবেন। ঢাকার পোলাপানরা প্রশ্ন আউট করে পরীক্ষা দেয়। এমনকি তারা পরীক্ষার হলেও অনেক সুবিধা ভোগ করে। আমরা ঘাড়ও ঘুরাতে পারি না। খাতা নিয়ে নেয়। এ কেমন বিচার। কুমিল্লার পোলাপানেরা always বাঁশ খাবে। এটা জাতি মেনে নিবে না। কুমিল্লা আমার বালের প্রশ্ন করে। বোতল খেয়ে প্রশ্ন করে। সহজ তো দূরে থাক পড়তেও পারি না। স্যার A+ না পাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে GPA এর উপর ৮০ নাম্বার পাব না। ফলে মেধাবীদের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যাবে। দয়া করেন স্যার।’’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া