adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রুনা লায়লা যুক্তরাষ্ট্রে সম্মাননা পাচ্ছেন

runa-lailaবিনােদন ডেস্ক : সংগীতে অবদানের জন্য দেশ-বিদেশের অনেক সম্মাননা ও পুরস্কার পেয়েছেন রুনা লায়লা। এবার আমন্ত্রণ এসেছে যুক্তরাষ্ট্র থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি জানিয়েছেন এ কিংবদন্তি সংগীতশিল্পী।
জানান, ‘ইন্সপায়ারিং ওমেন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইন্টারপ্রেনশিপ ইন দ্য গ্লোবাল ইকোসিস্টেম’ শীর্ষক একটি আয়োজন ২৫ মে নিউ ইয়র্কের জাতিসংঘে অনুষ্ঠিত হবে। এ উদ্যোগটি নিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক শিক্ষাবিষয়ক সংস্থা ব্যারিনূ ইনস্টিটিউট ফর ইকোনমিক ডেভেলপমেন্ট।
সেখানেই বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন রুনা। সংগীতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য পাচ্ছেন সম্মাননা। তিনি জানান, বাংলাদেশ, ভারতীয় উপমহাদেশ ও বিশ্বব্যাপী সংগীত ও নারী উন্নয়নের মডেল হিসেবে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে।
রুনা ছয়বার বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য পেয়েছেন বাংলাদেশ সরকারের স্বাধীনতা পুরস্কার। এছাড়া পেয়েছেন পাকিস্তানের নিগার অ্যাওয়ার্ড, গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড, ন্যাশনাল কাউন্সিল অব মিউজিক অ্যাওয়ার্ড ও ভারতের সেইগল অ্যাওয়ার্ড। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া