adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোস্তাফিজের আগুনে পুড়ছে আয়ারল্যান্ড

MUSTAFIZক্রীড়া প্রতিবেদক : আয়ারল্যান্ডের বিপক্ষে রুদ্ররূপ ধারণ করেছেন মোস্তাফিজুর রহমান। তার বোলিং তোপে রীতিমত কোণঠাসা হয়ে পড়েছে আইরিশরা। ইনিংসের শুরুতেই ব্রেক থ্রু এনে দিয়েছেন তিনি। মাঝে এড জয়েস এবং নিয়াল ও ব্রায়ানের জুটিও ভাঙ্গেন কাটার মাস্টার। নিয়ালকে ফেরানোর পর এরপর কেভিন ও ব্রায়ান এবং গ্যারি উইলসনকেও ফেরান মোস্তাফিজ। ফলে ৭ উইকেট হারিয়ে দারুণ বিপর্যয়ে পড়েছে আইরিশরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ৩৭ ওভারে ৭ উইকেটে ১৪৪ রান। ৭ রান নিয়ে ব্যাট করছেন জর্জ ডকরেল। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন বেরি ম্যাককার্থি।
এদিন ৬১ রানে ৩ উইকেট হারানো আয়ারল্যান্ড স্বপ্ন দেখছিল নিয়াল ও ব্রায়ান এবং এড জয়েসের ব্যাটে। ৫৫ রানের দারুণ একটি জুটিও গড়েছিলেন তারা। তবে ২৮তম ওভারে বল হাতে নিয়েই এ জুটি ভাঙ্গেন তিনি। নিয়ালকে তামিম ইকবালের ক্যাচে পরিণত করেন মোস্তাফিজ। ব্যক্তিগত ৩০ রানে আউট হন নিয়াল।
তবে এক প্রান্তে উইকেট হারালেও অন্য প্রান্তটি আগলে রেখেছিলেন এড জয়েস। আগের দুই ম্যাচে না খেললেও তৃতীয় ম্যাচে এসে নির্ভরতার প্রতিক হয়ে উঠছিলেন তিনি। তাকে ফেরান অভিষিক্ত সানজামুল ইসলাম। হাফ সেঞ্চুরি থেকে ৪ রান দূরে বাউন্ডারি লাইনে তামিমের ক্যাচে পরিণত হন এ আইরিশ।
এর পর আইরিশ শিবিরে জোড়া আঘাত হানেন মোস্তাফিজ। ভয়ংকর ব্যাটসম্যান কেভিন ও ব্রায়ানকে ফেরানোর পর শেষ স্বীকৃত ব্যাটসম্যান গ্যারি উইলসনকেও ফেরান তিনি। তবে কেভিনের আউটে দারুণ অবদান রয়েছে মোসাদ্দেক হোসেনের। প্রায় ১০ গজ দৌড়ে এসে ঝাঁপিয়ে পরে দারুণ এক ক্যাচ লুফে নেন এ তরুণ।
এদিন টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি আয়ারল্যান্ড। ম্যাচের দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। পল স্টারলিংকে শর্ট থার্ডম্যানে সাব্বির রহমানের ক্যাচে পরিণত করেন তিনি। এরপর ১৫তম ওভারে এন্ড্রু বালবিরনিকে (১২) বোল্ড করেন সাকিব। বলটি রক্ষণাত্মক ভঙ্গীতেই খেলতে চেয়েছিলেন বালবিরনি। তবে সাকিবের আর্ম বল সোজা আঘাত হানে স্টাম্পে।
এর আগে ইনিংসের নবম ওভারে মোসাদ্দেকের বলে সহজ ক্যাচ দিয়ে আউট হন আইরিশ অধিনায়ক উইলিয়াম পর্টাররফিল্ড (২২)। নিচের দিকে কিছুটা ঝুঁকে নিজের বলে নিজেই ক্যাচ নেন মোসাদ্দেক। তবে আরও আগেই আউট হতে পারতেন আইরিশ অধিনায়ক। মাশরাফির বলে শর্ট এক্সট্রা কভারে তার সহজ ফেলেছিলেন মোসাদ্দেকই।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া