adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফের বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য! যাত্রীসহ হঠাৎ উধাও বিমান


UGANDAআন্তর্জাতিক ডেস্ক : ফের বারমুডা ট্রায়াঙ্গেলের উপরে রহস্যজনক ভাবে হারিয়ে গেল একটি বিমান। প্রায় তিরিশ ঘণ্টা তল্লাশির পরে নিখোঁজ যাত্রীদের কোনও খোঁজ পাওয়া না গেলেও, হারিয়ে যাওয়া ছোট বিমানটির কিছু ধ্বংসস্তূপ পেয়েছে উদ্ধারকারী দল। যত সময় যাচ্ছে ততই দুই শিশু-সহ চার নিখোঁজ যাত্রীকে জীবিত উদ্ধারের সম্ভাবনা কমে যাচ্ছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত সোমবার পুয়ের্তো রিকো থেকে সেন্ট্রাল ফ্লোরিডার উদ্দেশ্য রওনা দিয়েছিল এই ছোট বিমানটি। বিমানে মোট চারজন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে তিন এবং চার বছরের দু’টি শিশুও ছিল। নিউ ইয়র্কের একটি নামকরা ইভেন্ট প্ল্যানিং ফার্ম-এর সিইও জেনিফার ব্লুমিন তাঁর দুই শিশুপুত্রকে নিয়ে বিমানে রওনা দিয়েছিলেন। তাঁদের সঙ্গে ৫২ বছর বয়সি এক ব্যক্তিও ছিলেন।
মার্কিন কোস্ট গার্ড-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে উড়ে যাওয়ার সময়ই রহস্যজনকভাবে বিমানটি হারিয়ে যায়। এর পরে প্রায় ৮ হাজার ২০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিমান এবং যাত্রীদের খোঁজে তল্লাশি শুরু হয়। দীর্ঘ তল্লাশির পরে বাহামাসের এলিউথেরা থেকে পূর্বদিকে প্রায় ১৫ মাইল দূর নিখোঁজ বিমানটির মতো একই ধরনের ছোট বিমানের কিছু ধ্বংসস্তূপ এবং যন্ত্রাংশ দেখতে পান উদ্ধারকারীরা।  

মায়ামির এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে জানানো হয়েছে, বিমানটি ওড়ার তিন ঘণ্টার মধ্যেই সেটির সঙ্গে তাদের র‌্যাডার এবং রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মার্কিন কোস্টগার্ড-এর এক মুখপাত্র জানিয়েছেন, যে সময়ে বিমানটি ওই এলাকা দিয়ে উড়ে যাচ্ছিল, তখন সেখানকার আবহাওয়াও প্রতিকূল ছিল না। সবমিলিয়ে ফের একবার বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য মাথাচাড়া দিয়ে উঠল।  সূত্র: এবেলা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া