adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মূল প্রতিপক্ষ ইংল্যান্ডের কন্ডিশন’

BRAD HOGস্পাের্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্রাড হগ মনে করছেন, জুন মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের মূল প্রতিপক্ষ হচ্ছে ইংল্যান্ডের বৈরি কন্ডিশন।
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সম্প্রতি এক সাক্ষাতকারে হগ বলেছেন, ইংল্যান্ডের অপরিচিত কন্ডিশনে গিয়ে ভোগান্তিতে পড়বে মাশরাফিবাহিনী। তিনি বলেন, আমি মনে করি, বাংলাদেশকে ইংল্যান্ডের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সংগ্রাম করতে হবে।  
অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেবারিট দলের তালিকায় অস্ট্রেলিয়াকেই এগিয়ে রেখেছেন হগ। তার ভাষায়, ‘অস্ট্রেলিয়া শিরোপা জয়ের যোগ্যতা রাখে। ভারতও অনেক প্রতিযোগিতা করবে। দক্ষিণ আফ্রিকাও তালিকায় থাকবে। টুর্নামেন্টে নিজের ফেবারিটদের নাম উল্লেখ করতে গিয়েই বাংলাদেশের প্রসঙ্গ টেনেছেন অস্ট্রেলিয়ার হয়ে ১২৩ ওয়ানডেতে ১৫৬ উইকেট নেওয়া এই অলরাউন্ডার।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বৈরি কন্ডিশনের ব্যাপারটা আগে থেকেই পরিকল্পনায় রেখেছে। যার ধারাবাহিকতায় ইংল্যান্ডে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্পও করেছে টিম বাংলাদেশ। ডিউক অব নরফোক ও সাসেক্সের সঙ্গে খেলেছে দুটি প্রস্তুতি ম্যাচ। -ইন্টারনেট

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া