adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রােববার বিকেলে আইরিশদের মুখোমুখি কিউইরা

NEWZEALANDস্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় ডাবলিনের ম্যালাহাইড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। 

এর আগে গত শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-আয়ারল্যান্ড। ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। শুরুটা মোটেও দারুন হয়নি বাংলাদেশের। দলীয় ৮ রানের মাথায় ওপেনার সৌম্যকে হারায় বাংলাদেশ। দলীয় ৭০ রানে ৪ উইকেট হারিয়ে দল যখন ব্যাটিং বিপর্যয়ে তখনই আইরিশ বোলারদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তামিম-রিয়াদ।

৩১.১ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ যখন ১৫৭ রান, তখন হানা দেয় বৃষ্টি। বৃষ্টির প্রকোপ খুব বেশি থাকায় পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয় ম্যাচ রেফারি।

১৭ মে বাংলাদেশ সিরিজের তৃতীয় ও নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। ১৯ মে বাংলাদেশ সিরিজের চতুর্থ ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। ২১ মে আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবে। আর ২৪ মে নিউজিল্যান্ডের সঙ্গে লড়বে বাংলাদেশ।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া