adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৬৭ বলে ২০০! টি-টোয়েন্টিতে নয়া রেকর্ড

200স্পাের্টস ডেস্ক : ক্রিকেটে নিত্য নতুন কত ঘটনাইনা ঘটছে। হচ্ছে অনেক রেকর্ড। এবার মাত্র ৬৭ বলে ২০০ বা ডাবল সেঞ্চুরি করে টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন নজির তৈরী করলেন ভারতের রুদ্র ধান্ডে। বয়স মাত্র ১৯। তবে এই অতিমানীয় ব্যাটিংয়ে সারা ভারতে তো বটেই, বিশ্বে হৈ চৈ ফেলে দিয়েছেন।

মুম্বাই বিশ্ববিদ্যারেয়ের ইন্টার কলেট টি-টোয়েন্টি টুর্নামেন্টে রিজবি কলেছের হয়ে ৬৭ বলে ২০০ করে অপরাজিত থাকেন ধান্ডে। ২১ চার ও ১৫টি ছক্কা হাঁকান তিনি।

ব্যাট করতে নেমে শুরু থেকেই রুদ্রমূতি ধারণ করেন রুদ্র ধান্ডে। ৩৯ বলে পূরণ করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৬৭ বলে পূরণ করেন ডাবল সেঞ্চুরি। পান্ডের এ অবিশ্বাস্য ব্যাটিংয়ে ২০ ওভারে ২ উইকেটে ৩২২ রান তুলে তার দল।

রুদ্র ধান্ডে এর আগেও বেশ কিছু ঝড়ো ইনিংস খেলেছেন। টি-টোয়েন্টিতে তার ৫টি  সেঞ্চুরি রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া