adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডাবলিনে বৃষ্টির সম্ভাবনা, টস হতে পারে ‘ফ্যাক্টর’

Groundstaff work on the ground, as wind and rain holds up play before the second one day international (ODI) cricket match between Ireland and Pakistan at the Malahide stadium in Dublin on August 20, 2016.  / AFP / PAUL FAITH        (Photo credit should read PAUL FAITH/AFP/Getty Images) স্পাের্টস ডেস্ক : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ডাবলিনের ম্যালাহাইডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পৌঁনে চারটায়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, এই ম্যাচে বৃষ্টি বাগড়া দিতে পারে। সে কারণে ম্যাচে টস গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে।

ম্যালাহাইডের উইকেটে প্রচুর রান আসার সম্ভাবনা রয়েছে। কারণ, এখানে সর্বশেষ তিন ম্যাচে ৩০০’র বেশি রান এসেছে। গত বছরের ১৬ জুন এখানে আইরিশদের বিরুদ্ধে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে ৩০৩ রান করেছিল। এরপর ১৮ জুন লঙ্কানরা প্রথমে ব্যাট করতে নেমে ৩৭৭ রান সংগ্রহ করেছিল।

তারপর, ১৮ আগস্ট এই ভেন্যুতে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ড। ওই ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ৩৩৭ রান সংগ্রহ করেছিল। এরপর ২০ আগস্ট পাকিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার নির্ধারিত ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গিয়েছিল। তারপর এই ভেন্যুতে কোনও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া