adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হালকা-পাতলা ফোন আনছে মটোরোলা

PHONEডেস্ক রিপাের্ট : লেনোভোর মালিকানাধীন মটোরোলার নতুন একটি ফোনের তথ্য ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য মতে ফোনটির মডেল মটো জেড২ প্লে। সম্প্রতি ফোনটির বিস্তারিত তথ্য পাওয়া গেছে। নতুন এই ফোনটি জেড প্লের আপডেটেড ভার্সন।

ভেনচার বিট এক প্রতিবেদনে জানিয়েছে, মটোরোলার জেড২ প্লে ফোনটি অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত। এটি মটো জেড এর চেয়ে স্লিম। কেননা এর ব্যাটারি পূর্বের মডেলের চেয়ে পাতলা। এতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। অন্যদিকে জেড প্লে ফোনটিতে ৩৫১০ মিলিঅঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছিল।

জেড প্লে ফোনটি ৭ মিলিমিটার পুরু ছিল। এর ওজন ছিল ১৬৫ গ্রাম। নতুন ফোন জেড২ প্লে জেড প্লের চেয়েও কম পুরুত্বের। আগের ফোনের চেয়ে ২০ গ্রাম কম ওজনের।

মটোরোলার নতুন ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর। এতে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে থাকছে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল।

ফোনটিতে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি বিল্টইন মেমোরি থাকছে। এটি লুনার গ্রে এবং ফাইন গোল্ড কালারে পাওয়া যাবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া