adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিমানবন্দরে ৪০ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

goldনিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০ লাখ টাকার স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজ। আটক ওই ব্যক্তির নাম জহিরুল ইসলাম (৩২) এবং পেশায় ইলেকট্রিশিয়ান।  

৮ মে সোমবার সকালে সিঙ্গাপুর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা আসেন।  

বিমানবন্দর কাস্টম হাউজের সহকারী কমিশনার এ এইচ এম আহনাসুল কবির জানান, আজ (সোমবার) সকাল সাড়ে ৭টায় সিঙ্গাপুর থেকে ইউএস বাংলার বিএস ৩০৮ ফ্লাইটে শাহজালালে ওই যাত্রী অবতরণ করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে তাকে স্বর্ণ বহনের কথা জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন।

তিনি আরও বলেন, অধিকতর জিজ্ঞাসা করলে ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার বহনের কথা স্বীকার করেন। কিন্তু প্রিভেনটিভ দল তাকে উত্তরার একটি স্থানীয় হাসপাতালে নিয়ে এক্সরে করলে পেটে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পরে বিমানবন্দরের টয়লেটে তার পেট থেকে ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার করা ৭টির স্বর্ণের বারের ওজন ৭০০ গ্রাম এবং তার কাছে থাকা আরও ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। উদ্ধার করা মোট ৮শ’ গ্রামের স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

আটক জহিরুল ইসলামকে ফৌজদারি মামলা দায়েরপূর্বক থানায় সোপর্দ করা হবে বলে জানান এ এইচ এম আহনাসুল কবির।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া