adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাহুবলীর আয় হাজার কোটি টাকা ছাড়াল

BAHUBOLIবিনোদন ডেস্ক : এস এস রাজমৌলি পরিচালিত বাহুবলী ২ : দ্য কনক্লুশন ছবির আয় এক হাজার কোটি রুপি ছাড়িয়েছে। এর মধ্যে ভারতে আয় করেছে ৮০০ কোটি রুপি। আন্তর্জাতিক বাজারে আয় করেছে ২০০ কোটি রুপি। এর আগে ভারতের কোনে ছবি এই বিশাল পরিমান অর্থ আয় করেনি। এজন্য বাহুবলী২ কে বলা হচ্ছে ভারতের সর্বকালের সেরা ছবি।

২৮ এপ্রিল ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে বাহুবলী ২: দ্য কনক্লুশন। ছবিটি মু্ক্তির সাত দিনের মাথায় আয় হয়েছে ৭৫০ কোটি রুপি। বক্স অফিসে সাড়া ফেলেছে ছবিটি। ছবিটি দেখে অনেকেই জেনে গিয়েছেন 'কেন কাটাপ্পা বাহুবলী কে খুন করল'। যারা এখনও ওই প্রশ্নের উত্তর পাননি তারা ছুটছেন মাল্টিপ্লেক্স কিংবা সিনেমা হলে। যার প্রভাবে ফুলে ফেঁপে উঠছে বক্স অফিস। মর্নিং থেকে ম্যাটিনি শো, এখনও পর্যন্ত বক্স অফিসে 'বাহুবলী টু: দ্য কনক্লুশন'-হাউসফুলই যাচ্ছে।

ভারতের সিনেমা বোদ্ধারা বলছেন সেদেশের সর্ব কালের সেরা ব্যবসা সফল ছবি বাহুবলী ২। এই ছবিটি দেখতে দর্শকরা হলে হুমড়ি খেয়ে পড়ছেন। এর আগে পেক্ষাগৃহের এমন দৃশ্য দেখা যায়নি।

বক্স অফিস ইন্ডিয়া ডট কমের রিপোর্ট বলছে, প্রথম সপ্তাহের ব্যবসার নিরিখে সালমান খানের 'সুলতান'-এর চেয়ে প্রায় ৩৮ কোটি রুপি বেশি ব্যবসা করেছে প্রভাসের বাহুবলী ২। সুলতান ব্যবসা করেছিল ২০৮.৯৯ কোটি রুপি।

সপ্তাহ ঘোরার আগেই বলিউডের এক্সক্লুসিভ ৩০০ কোটির ক্লাবে এখনও পর্যন্ত ঢুকতে পেরেছে ৪টি ছবি। দঙ্গল, পি কে, বজরঙ্গি ভাইজান ও সুলতান। এবার সেই তালিকায় এখন ভারতের আঞ্চলিক ছবি ‘বাহুবলী ২’।

ভারতে বাহুবলী মুক্তি পেয়েছে পাঁচটি ভাষায়। এগুলো হচ্ছে তামিল, টেলেগু, মালয়লাম, কান্দাদা এবং হিন্দি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া