adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাশ্মিরে ভারতীয় সেনাদের ব্যাপক অভিযান শুরু

KASHআন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাস বিরোধী ব্যাপক অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী।

টাইম অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিন ধরে কাশ্মিরে চলা উত্তেজনা নিরসনে বৃহস্পতিবার সকাল থেকেই সোপিয়ান জেলায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে তিন হাজার সেনা। এই অভিযানে ভারতীয় সেনাদের সঙ্গে যৌথ অভিযানে রয়েছেন সিআরপিএফ জওয়ান এবং পুলিশের সদস্যরা। সোপিয়ানের জেলার ২৪টির বেশি গ্রামকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে সকালেই। চলছে চিরুনি অভিযান।

বুধবার গভীর রাতে দক্ষিণ শোপিয়ানের আদালত চত্ত্বরে পুলিশ পোস্ট থেকে পাঁচটি সার্ভিস রাইফেল, চারটি আইএনএসএএস রাইফেল এবং একটি একে-৪৭ নিয়ে পালিয়েছে একদল সন্ত্রাসবাদী। এরই দুই ঘণ্টার মধ্যে পুলওমায় দুটি ব্যাংকে ডাকাতিও হয়।

গত সোমবার কুলগাম এলাকায় জম্মু-কাশ্মির ব্যাংকের একটি ক্যাশ ভ্যানে হামলা চালিয়ে ৫ লাখ রুপি নিয়ে পালিয়ে যায় বিচ্ছিন্নতাবাদীরা। এ সময় ৫ পুলিশ কর্মীসহ ৭ জন নিহত হয়।

পুলওমার পুলিশ সুপার রইস মহম্মদ ভাট জানান, ব্যাংক ডাকাতির সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। ব্যাংক ডাকাতির ঘটনা থেকে এটা স্পষ্ট যে সন্ত্রাসবাদীদের এখন টাকার অভাব।

গত ২২ এপ্রিল ভারতের কাশ্মিরের বুদগাম জেলায় সেনা অভিযান চলাকালীন দুই তরুণ নিহত হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া