adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরাজয়ের জন্য এফবিআই ও রাশিয়া দায়ী: হিলারী

hill_আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নির্বাচনে নিজের পরাজয়ের জন্য তৎকালীন এফবিআই ডিরেক্টর জেমস কমি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ি করেছেন হিলারী ক্লিনটন।

নিউইয়র্কের ওয়ার্ল্ড সামিটের এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। খবর বিবিসির।

তিনি জানান, নির্বাচনের প্রচারাভিযান নিয়ে তিনি একটি বই লিখছেন। বইটি লিখার আগে তার নির্বাচনে পরাজয়ের কারণ চিহ্নিত করতে ব্যাপক গবেষণা করেছেন।

তিনি বলেন, নির্বাচনী প্রচারাভিযানে চ্যালেঞ্জ, সমস্যা এবং ঘাটতি ছিল।

হিলারী দাবি করেন, তিনি নির্বাচনে জয়ের পথে ছিলেন। কিন্তু অক্টোবরের ২৮ তারিখে তৎকালীন এফবিআই ডিরেক্টরের চিঠি এবং রাশিয়ার সংশ্লিষ্টতার কারণে ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

গত বছরের অক্টোবরের ২৮ তারিখে এফবিআই মার্কিন কংগ্রেসকে চিঠি দিয়ে জানিয়েছিল, হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ইমেইলের বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

২০১৬ সালের অক্টোবরের ২৭ তারিখে নির্বাচন হলে জয়লাভ করা সম্ভব হতো বলে মনে করেন হিলারি ক্লিনটন।

হিলারী জানান, তার নির্বাচনী প্রচারণার শেষ ১০দিনে সব কিছু পাল্টে যায়।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় একটি দলের হয়ে প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করেন। সেটিও তার পরাজয়ের জন্য একটি বড় কারণ হতে পারে বলে মন্তব্য করেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, নির্বাচনে তার জয়লাভ করাটা নারী অধিকারের জন্য বিশ্বজুড়ে একটি বড় বিষয় হতে পারতো।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির সমালোচনা করেন হিলারি ক্লিনটন।

হিলারি ক্লিনটন বলেন, তিনি এখন একজন সক্রিয় নাগরিক হিসেবে তার দায়িত্ব পালন করবেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যেসব 'ভুল নীতি' রয়েছে সেগুলোর বিরুদ্ধে কথা বলবেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া