adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভ্যাট সংক্রান্ত ব্যাপারে অর্থমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের হট্টগোল

muhith1_ডেস্ক রিপাের্ট : বাজেট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই'র যৌথ পরামর্শক সভায় 'ভ্যাট' নিয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে।

৩০ এপ্রিল রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

যৌথ পরামর্শক সভায় ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আবু মোতালেবের এক কথার প্রেক্ষিতে অর্থমন্ত্রীর প্রতিউত্তরে হট্টগোলের সৃষ্টি হয়।

সভায় আলোচনার একপর্যায়ে ব্যবসায়ী নেতা আবু মোতালেব বলেন, 'ভ্যাট নিয়ে অনেক চাপা ক্ষোভ রয়েছে। সমস্যার সমাধানে এনবিআর ও এফবিসিসিআই কাজ করছে। কিন্তু ফলাফল শূন্য।'

তিনি আরও বলেন, 'ভ্যাট নিয়ে এফবিসিসিআইয়ের প্রস্তাব মানা না হলে আমরা আন্দোলন করব।'

এ সময় আবু মোতালেবের বক্তব্য থামিয়ে দিয়ে অর্থমন্ত্রী বলেন, '৮ লাখ নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ভ্যাট দেয় মাত্র ৩২ হাজার। আর আপনার ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কতজন ভ্যাট দেন? খামাখা আন্দোলন করলে আমরা তা দমন করব।'

এ সময় অন্য ব্যবসায়ীরা অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানালে সভাস্থলে হট্টগোল শুরু হয়।

পরে এফবিসিসিআইয়ের সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের হস্তক্ষেপে হট্টগোল শান্ত হয়। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, 'বর্তমান সরকার জনগণের সরকার। আমরা আশা করি কোনোকিছু চাপিয়ে দেয়া হবে না। ব্যবসায়ীদের ন্যায্য দাবি মেনে নেয়া হবে। এখনো আমরা বাজেট দেখিনি। সে পর্যন্ত আমরা আলোচনা চালিয়ে যাব।'

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া