adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সাক্ষাৎকারে সাকিব আল হাসান- স্বপ্ন এখন বিশ্বকাপ জয়

shakib-স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে তাঁকে সবচেয়ে বড় তারকা বললে ভুল বলা হবে না। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের হাত ধরে বহু সাফল্য পেয়েছে বাংলাদেশ। এবার তাঁর স্বপ্ন বিশ্বকাপ জয়ের। তাঁর এই স্বপ্নের কথাগুলো জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজকে। আমাদের সময় ডটকম অনলাইনের পাঠকদের জন্য এই সাক্ষাৎকারটি তুলে ধরা হলো :

প্রশ্ন : এই মুহূর্তে আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কী।

সাকিব : বিশ্বকাপ জয়।

প্রশ্ন : সম্প্রতি শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা বলেছেন, বাংলাদেশ ২০২৩ সালে বিশ্বকাপ জিততে পারে। বিষয়টিকে কীভাবে দেখছেন আপনি?

সাকিব : হ্যাঁ, আমাদের প্র¯‘তিটা বেশ ভালো হ”েছ। আমার মনে হয় ২০১৯ বিশ্বকাপে আমাদের একটা ভালো সুযোগ আছে। আমাদের দলটি যেভাবে উন্নতি করছে, সামনের বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল হিসেবে খেলতে পারব।

প্রশ্ন : আপনার ক্রিকেট ক্যারিয়ারে অতীতে এমন কোনো দুঃস্বপ্ন আছে যা আপনি মুছে ফেলতে চান?

সাকিব : আহা! আসলে এ রকম দুটি হতাশা আমার ক্রিকেট ক্যারিয়ারে আছে। একটা হলো ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে জিততে না পারা। ম্যাচটিতে আমরা দুই রানে হেরেছিলাম। আর ভারতের বিপক্ষে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে।

প্রশ্ন : একটি টেস্ট সিরিজ জয় অথবা বিশ্বকাপ জয়। কোনটি জিততে চান?

সাকিব : বিশ্বকাপ।

প্রশ্ন : যদি বিশ্বের এক নম্বর টেস্ট দলের বিপক্ষে সিরিজ জয়ের কথা বলা হয়?

সাকিব : তারপরও আমি বলব বিশ্বকাপ জিততে চাই।

প্রশ্ন : বিশ্বের এক নম্বর টেস্ট দলের বিপক্ষে কোনো সিরিজ জিতেছেন?

সাকিব : না, তবে আমি এখনো বলব বিশ্বকাপই জিততে চাই।

প্রশ্ন : মাঠের বাইরের সময়টা কাটান কী করে?

সাকিব : অবসরে আমি আমার মেয়ে ও পরিবারের সঙ্গে সময় কাটাই। মাঠে আমার খেলা না থাকলে আমি আমার মেয়ের সঙ্গেই খেলাধুলা করি।

প্রশ্ন : আপনি নাকি শাহরুখ খানের ভক্ত। আপনি তাঁর চল”িচত্র দেখেন?

সাকিব : হ্যাঁ, তাঁর অনেক সিনেমাই দেখেছি।

প্রশ্ন : বড় ভক্ত?

সাকিব : হ্যাঁ, আমি অনেক হিন্দি চল”িচত্র দেখি। আমি বেশির ভাগ সময় তিন খানের, বিশেষ করে শাহরুখের সিনেমাগুলো খুব একটা মিস করি না।

প্রশ্ন : সিনেমা থেকে সংলাপ বলতে পারবেন?

সাকিব : আসলে তা না, আমি শুধু সিনেমাটাই দেখি।

প্রশ্ন : আপনি কী ধরনের খাবার খেতে পছন্দ করেন। মাছ ভালোবাসেন?

সাকিব : হ্যাঁ, আমি মাছ খাই, মাংসও পছন্দ করি।

প্রশ্ন : রান্না করতে পারেন?

সাকিব : হ্যাঁ, আমি ডিম ভাজতে পারি (হাসি), ভাত রান্না করতে পারি। যখন ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছিলাম, তখন আমি রান্না শিখেছি।

প্রশ্ন : যদি ক্রিকেটার না হতেন?

সাকিব : ফুটবলার হওয়ার চেষ্টা করতাম।

প্রশ্ন : আপনার প্রিয় ফুটবলার কে?

সাকিব : লিওনেল মেসি।

প্রশ্ন : ক্রিকেটে এখন পর্যন্ত আপনার সেরা মুহূর্ত কোনটি?

সাকিব : দলগত হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে গত বছর ঘরের মাঠে একটি টেস্ট জয়। আর ব্যক্তিগতভাবে কিছুদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদেরই মাটিতে ডাবল সেঞ্চুরির মুহূর্তটি আমার কাছে সেরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া