adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হজযাত্রী নিবন্ধনে আরো দু’দিন সময় বাড়লো

HAZZডেস্ক রিপাের্ট: হজযাত্রী নিবন্ধনে আরো দুদিন সময় বাড়িয়েছে সরকার। আগামী ২৫ এপ্রিল (মঙ্গলবার) রাত ৮টা পর্যন্ত নিবন্ধন করতে পারবেন হজে গমনেচ্ছুকরা। এ নিয়ে চতুর্থ দফায় হজ নিবন্ধনের সময় বৃদ্ধি করলো সরকার।

রবিবার (২৩ এপ্রিল) বিকেলে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের বাসভবনে বেসরকারি হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের নবনির্বাচিত নেতাদের সাথে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে তৃতীয় দফায় রবিবার বিকেল ৫টা পর্যন্ত নিবন্ধনের সময় বেঁধে দিয়েছিল সরকার। এর আগে গত ২৮-৩০ মার্চ এবং এরপর দ্বিতীয় দফায় ১০ এপ্রিল পর্যন্ত এবং তৃতীয় দফায় ২৩ এপ্রিল পর্যন্ত হজযাত্রী নিববন্ধনের সময় দেয় সরকার।

ধর্ম মন্ত্রণালয় ও হাব সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন এমপি, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল জলিল, হাবের নবনির্বাচিত (সভাপতি) গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট প্যানেল প্রধান আব্দুস ছোবহান ভুঁইয়া, হাব নেতা মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, শাহাদত হোসাইন তসলিম, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নাসের, মাওলানা মাহবুবুর রহমান, এ এস এম ইব্রাহিম, মোহাম্মদ রুহুল আমিন, মাওলানা ইয়াকুব শরাফতী, মোহাম্মদ ওয়াহিদুল আলম, আকবর হোসেন মঞ্জু, আব্দুস সালাম আরেফ, মোহাম্মদ আব্দুল হামিদ, মাওলানা ফজলুর রহমান, লায়ন মো: সোলাইমান, ক্বারী গোলাম মোস্তফা, এম এন এইচ খাদেম দুলাল, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আবু তাহের, গোলাম মোহাম্মদ, মাজহারুল হক ভুঁইয়া, মো. নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

হজযাত্রী কোটা বাড়ানোর বিষয়ে সভায় হাব নেতাদের দাবির প্রেক্ষিতে ধর্মমন্ত্রী বলেছেন, ‘এ ব্যাপারে সরকার আন্তরিক। সরকারের পক্ষ থেকে কোটা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি সৌদি আরবের মেহমানরা দেশে আসলে তাদের সাথে ৫০ হাজার হাজী বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।’

এদিকে ধর্মমন্ত্রণালয় সূত্রে জানা যায়, রবিবার পর্যন্ত বেসরকারি ব্যবস্থাপনায় ৬৩৮ টি হজ এজেন্সি এক লাখ ৬ হাজার ১৫৫ জন হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন করেছে। আর সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হয়েছেন তিন হাজার ৫৫৮ জন হজযাত্রী।

কর্মকর্তারা জানিয়েছেন, বেসরকারি ব্যবস্থাপনায় রেজিস্ট্রেশনের জন্য সর্বনিম্ন কোটা পূরণ সাপেক্ষে ৬৩৯টি (সমন্বিত এজেন্সির সংখ্যা ১০৯৭) হজ এজেন্সি মনোনীত হয়েছে, যাদের মোট প্রাক-নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা এক লাখ ১৩ হাজার ২৩৪ জন। ইতোমধ্যে ৬৩৯টি হজ এজেন্সি পাসপোর্টের পূর্ণাঙ্গ তথ্যসহ এক লাখ ১০ হাজার ৫১৩ জন হজযাত্রীর নিবন্ধনের তথ্য পূরণ করেছেন। তবে ৩৩৫ জন প্রাক-নিবন্ধিত হজযাত্রীর সমন্বয় এখনো হয়নি। ৬৩৯টি হজ এজেন্সির মধ্যে ২৯৭টি হজ এজেন্সি পাসপোর্টের পূর্ণাঙ্গ তথ্যসহ তাদের সকল প্রাক-নিবন্ধিত হজযাত্রীর নিবন্ধনের তথ্য পূরণ করেছেন। আর সরকারিভাবে হজযাত্রীর নিবন্ধনের তথ্য পূরণ হয়েছে তিন হাজার ৬২০ জন হজযাত্রীর।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া