adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের রণতরী ডুবিয়ে দেবে উ. কোরিয়া

BRITENআন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া রবিবার হুমকি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের জবাব পরমাণু বোমা দিয়ে দেয়া হবে। মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপ যখন কোরিয় উপদ্বীপের কাছে এগিয়ে চলেছে তখন এ হুমকি দেয়া হলো।

এদিকে টোকিওর একটি সূত্র জানায়, জাপানি নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ কার্ল ভিনসনের স্ট্রাইক গ্রুপের সঙ্গে যোগ দেবে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শনের জন্য এ দুই যুদ্ধজাহাজ যোগ দিচ্ছে।

উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম আজ আবার দেশটির যুদ্ধ প্রস্তুতির কথা ঘোষণা করছে। সামরিক সূত্রের বরাত দিয়ে খবর দেয়া হয়। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র একের পর এক বিমানবাহী রণতরী কোরীয় উপদ্বীপের কাছে নিয়ে আসছে। এ ধরনের হুমকিতে উত্তর কোরিয়া কখনোই ভীত হবে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির সংবাদপত্র রোদং সিনমুনের এক প্রতিবেদনে বলা হয়, ‘আমাদের বিপ্লবী বাহিনী একটি মাত্র হামলায় যুক্তরাষ্ট্রের পরমাণুবাহী রণতরী ডুবাতে প্রস্তুত রয়েছে।’  

সূত্র: পার্স টুডে ও জিও নিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া