adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় পরমাণু হামলার হুমকি উ. কোরিয়ার

AUSআন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়া ‘অন্ধভাবে যুক্তরাষ্ট্রের দেখানো পথ অনুসরণ’ করা অব্যাহত রাখলে দেশটির ওপর পরমাণু হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ‘মারাত্মক হুমকি’ হয়ে দেখা দিয়েছে বলে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ মন্তব্য করার পর এ হুমকি দিল উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, ‘অস্ট্রেলিয়া যদি উত্তর কোরিয়াকে কোণঠাসা ও শ্বাসরুদ্ধ করে ফেলার মার্কিন প্রচেষ্টাকে অনুসরণ করা অব্যাহত রাখে এবং ‘মার্কিন প্রভুর গোলাম’ থেকে যায় তাহলে তা হবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত এবং সেক্ষেত্রে দেশটি উত্তর কোরিয়ার পরমাণু হামলার আওতায় চলে আসবে।’

চলতি সপ্তাহের গোড়ার দিকে জুলি বিশপ বলেছিলেন, উত্তর কোরিয়া ‘পরমাণু অস্ত্র সক্ষমতা’ অর্জনের পথে রয়েছে এবং দেশটি এ অঞ্চলের জন্য ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত এখনই উত্তর কোরিয়ার গতিবিধি আটকে দেয়া।

বিশপের এ বক্তব্য ভালোভাবে নেয়নি উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র এসব বক্তব্যকে ‘আবর্জনার স্তুপ’ বলে প্রত্যাখ্যান করেন। তিনি অভিযোগ করেন, অস্ট্রেলিয়া ‘অন্ধভাবে এবং উৎসাহের সঙ্গে মার্কিন পদাঙ্ক অনুসরণ করছে।’

তিনি অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে কঠোরভাবে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রকে তোষামোদী করার আগে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল নিজের লাগামহীন বক্তব্য দেয়ার পরিণতি সম্পর্কে দ্বিতীয়বার ভাবা।’

এদিকে শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল আমেরিকার উত্তর কোরিয়া বিষয়ক নীতির প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি পিয়ংইয়ং-এর ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের জন্য আবারো চীনের প্রতি আহ্বান জানিয়েছেন।

সূত্র: পার্স টুডে

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া