adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন উপকূলে রুশ বিমানের অব্যাহত চক্কর

russ-airআন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিমানবাহিনীর কয়েকটি বিমান বিগত চার দিনে যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকায় অন্তত চারবার চক্কর দিয়েছে।

এ সময় ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয় যুক্তরাষ্ট্র ও কানাডার সামরিক বিমান। তবে এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

উত্তর আমেরিকা মহাকাশ প্রতিরক্ষা বিভাগের (নোরাড) এক মুখপাত্র শুক্রবার এ তথ্য জানান। খবর সিএনএন'র।

সূত্র জানায়, এরমধ্যে সর্বশেষ যে দুটি বিমান যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চক্কর দিয়েছে, তা খুবই ইঙ্গিতপূর্ণ।

বুধবারে দুটি আইএল-৩৮ বিমান আলাস্কার উপকূলে দেখা যায়। এই বিমানগুলো সাধারণত সামুদ্রিক বিমান হামলার কাজে ব্যবহৃত হয়।

একদিন পরে বৃহস্পতিবার আরও দুটি ২-৯৫ বিমান একই এলাকায় চক্কর দেয়। এ ধরনের রুশ বিমান পারমাণবিক বোমা বহন করতে সক্ষম।

নোরাড জানায়, চক্কর দিলেও রুশ বিমানগুলো মার্কিন আকাশসীমা লংঘন করেনি। তবে সেগুলো যাতে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করতে না পারে, সেজন্য বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও কানাডার দুটি বিমান ওই অঞ্চলে পাঠোনো হয়েছিল।

তাদের উপস্থিতি দেখে রুশ বিমানগুলো পিছু হটে বলে দাবি নোরাডের।

এ নিয়ে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সিন স্পাইসার বলেন, 'আমরা বিষয়টি নিয়ে অবগত আছি। রুশ বিমানগুলো যেখানে এসেছিল, তা খুব অস্বাভাবিক কিছু নয়। এরপরও আমরা বাড়তি নজর রাখছি।'

এমন এক সময় এ ঘটনাগুলো ঘটছে, যখন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী রাশিয়া ও চীনের উপকূলে বিভিন্ন সময় টহল দিচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক নিয়মনীতি মেনেই আমাদের বিমানগুলো চলাচল করছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া