adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৫০ টাকা কিস্তিতে নারীদের জন্য স্মার্টফোন!

TARANAনিজস্ব প্রতিবেদক : দেশের নারীদের হাতে মাত্র ৫০ টাকা কিস্তিতে স্মার্টফোন তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। কিন্তু এ ক্ষেত্রে প্রধান বাধা বিদ্যমান ভ্যাট-ট্যাক্স।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাজধানীর খামারবাড়িতে নারী কৃষকদের জন্য বিশেষায়িত একটি মোবাইল অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান ডাক ও টেলিযোগযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

তিনি বলেন, ‘আমি দেশের প্রত্যেক নারীর হাতে একটি করে স্মার্টফোন পৌঁছে দিতে চাই। কিন্তু যখন আমরা একটি ফোন পুরোপুরি বাংলাদেশে তৈরি করতে যাই তখন এর খুচরা যন্ত্রাংশের দাম খুব বেশি পড়ে। ভ্যাট-ট্যাক্সের কারণে কাঁচামালের দাম বেশি পড়ে যায়। ফলে এটা একটা সমস্যা হয়ে যায়। যখন আমি প্রত্যেক নারীর হাতে স্মার্টফোন তুলে দেওয়ার কথা বলবো তখন অবশ্যই এর দাম কমাতে হবে। শুধুমাত্র স্থানীয়ভাবে উৎপাদন করেই এর দাম কমানো সম্ভব। এ জন্য প্রয়োজন সাবসিডি।’
 
তারানা হালিম বলেন, ‘বাধা দূর করতে আমরা মন্ত্রণালয় থেকে ইতোমধ্যেই বেশকিছু কাগজপত্র প্রস্তুত করছি। আমরা অর্থমন্ত্রীর কাছে আবেদন করবো, স্থানীয়ভাবে স্মার্টফোন উৎপাদনে যেসব কারখানা করা হবে সেগুলো থেকে ট্যাক্সটা মওকুফ করে দিলে বা কমপক্ষে যদি কাঁচামালের ট্যাক্সটা মওকুফ করে দেওয়া যায় তাহলে তারা খুব কম টাকায় স্মার্টফোন উৎপাদন করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘আমাকে নির্মাতারা কথা দিয়েছেন নারীদের হাতে স্মার্টফোন তুলে দিতে মাত্র ৫০ টাকা কিস্তির ব্যবস্থা করবেন।’

তিনি বলেন, ‘এটার অনেক সুবিধা আমরা পাবো। মনে রাখতে হবে, যখন একটা মেয়ের হাতে, মায়ের হাতে স্মার্টফোন যায় তখন তা শুধু তাকে ক্ষমতাশালীই করে না, তিনি এর সাহায্যে উদ্যোক্তা হয়ে অর্থ উপার্জনও করতে পারেন।’

তারানা বলেন, ‘একটা মোবাইল দিয়ে আমরা নারীর তিনটি কাজ নিশ্চিত করতে পারছি। তাকে ক্ষমতায় স্থিত করতে পারছি; ওই মেয়েটার জন্য আত্মনির্ভরশীল হওয়ার, আয়-রোজগার করার উপায় সৃষ্টি করতে পারছি এবং তার কন্যাশিশুকে সুশিক্ষা দেয়ারও সুযোগ তৈরি করে দিতে পারছি।’

এসময় তিনি দেশীয় মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানান তারা যেন নারীদের জন্য একেবারে বেসিক কিছু অ্যাপ্লিকেশন রেখে বাজারে ছাড়ার পরামর্শ দেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া