adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাস মালিকদের পােয়া বারাে – ‘বৈধতা’ পেল ‘পকেট কাটা’র সিটিং সার্ভিস

BUS-1নিজস্ব প্রতিবেদক : আইনে না থাকলেও পরিবহন মালিকদের চাপের মুখে রাজধানীতে বাসে ১৫ দিনের জন্য সিটিং সার্ভিস চালানোর অনুমতি দিয়ে দিল পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ। আর এই সিদ্ধান্ত নেয়ার কারণ হিসেবে জনভোগান্তি কমানোতে বর্ম করেছ তারা।

সিটিং সার্ভিসের বিরুদ্ধে বিআরটিএর অভিযান শুরুর চতুর্থ দিনে ১৯ এপ্রিল বুধবার রাজধানীতে সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে পরিবহন মালিক সমিতির সঙ্গে বৈঠক হয়। এই বৈঠকে সাংবাদিকদের থাকতে দেয়া হয়নি।

রুদ্ধদ্বার বৈঠক শেষে বিআরটিএর চেয়ারম্যান মশিয়ার রহমান সাংবাদিকদের বলেন, ‘গত চার দিনে সিটিং সার্ভিসের বিরুদ্ধে অভিযানে জনগণের বেশ ভোগান্তি হয়েছে। জনস্বার্থের কথা চিন্তা করে ১৫ দিনের জন্য সিটিং বিরোধী অভিযান স্থগিত করা হলো।  এছাড়া অন্যান্য অভিযান চলমান থাকবে। আগামী ১৫ দিনে বেশ কয়েকটি বৈঠক হবে, সেই বৈঠকে মালিক, প্রশাসন, সুশীল সমজের প্রতিনিধি, গণমাধ্যমের কর্মী সকলের মতামত নিয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।

সিটিং সার্ভিসকে একটা নিয়মের মধ্যে আনা প্রয়োজন উল্লেখ করে বিআরটিএর চেয়ারম্যান বলেন, এই সার্ভিসকে একটা নিয়মের ভেতরে আনতে চাই। তবে বিআরটিএর নির্ধারিত ভাড়া নিতে হবে। ভাড়া কোনো অবস্থাতেই বৃদ্ধি করা যাবে না।

জনগণকে সেবা দেয়া গণতান্ত্রিক সরকারের মূল লক্ষ্য জানিয়ে মশিয়ার রহমান বলেন, ‘আপাতত আমরা জনগণের কষ্টের কথা চিন্তা করে এটা স্থগিত করলাম। পরে আবার অভিযান চলবে।’

অভিযানের এইকয়দিন যারা বাস রাস্তায় নামাননি, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে জানিয়ে মশিয়ার রহমান বলেন, ‘বন্ধ বাসগুলোর তালিকা করছি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সিটিং সার্ভিসের বিরুদ্ধে অভিযান বন্ধের সিদ্ধান্ত বিআরটিএর চেয়ারম্যান একাই নিয়েছে উল্লেখ করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেন, ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় করা হতো। আমি বিবেকের তাড়নায় অভিযানের উদ্যোগ নেই, সেখানে বিআরটিএ, ডিএমপি থেকে সহযোগিতা করা হয়েছে।’

এনায়েত উল্লাহ বলেন, ‘সিটিং এ বিআরটিএর নির্ধারিত ভাড়ার থেকে বেশি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে অভিযান চলবে। যদি জনগণ সিটিং সর্ভিসের প্রয়োজনীয়তা অনুভব করে, তবে তার আইনগত কাঠামো করেই করতে হবে এবং সেটা আলাদা করতে হবে।’

এক প্রশ্নের জবাবে খন্দকার এনায়েত বলেন, অভিযান চলাকালে সকল কোম্পানির বাস চলেছে। কোন বাসের অবৈধ এঙ্গেল খুলছে, কোনটার কাগজ ঠিক নাই এ রকম ২০% বাস অভিযান চলাকালে রাস্তায় নামে নাই। তবে একটি কোম্পানি বাস চালায় নাই তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।’

ওই বৈঠকে আমাদের অর্থনীতির সম্পাদক নাইমুল ইসলাম খান বলেন, ‘আমি প্রস্তাব করেছি সিটিং চালুর জন্য। আমারা চাই নাগরিকদের সুবিধার জন্যি এমন একটি সার্ভিস চালু হোক, যেখানে স্ট্যান্ডিং নেওয়া হবে না। আইনি কাঠামোর মধ্যে এবং এগুলোর রঙ আলাদা করতে হবে।’

নাইমুল ইসলাম বলেন, ‘এই রকম একটি ব্যবস্থা হতে পারে যেখানে সিটিং এর নামে চিটিংবাজি থাকবে না, এগুলো বন্ধ করতে হবে। যথা নিয়মেই একটা সার্ভিস চালু করা হোক, যেটার ভাড়াও নির্ধারণ করে দেয়া থাকবে।’

প্রসঙ্গত, পকেট কাটার সিটিং সার্ভিস নিয়ে জন অসন্তোষের মুখে চলতি মাসের শুরুর দিকে এই সার্ভিস থাকবে না বলে প্রকাশ্যে ঘোষণা দেয় পরিবহন মালিক সমিতি। আর ঘোষণার বাস্তবায়নে গত রবিবার থেকে শুরু হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। কিন্তু এক দিকে অভিযানে অংশ নেয় বাস মালিক সমিতি, অন্যদিকে কমিয়ে দেয়া হয় বাস সংখ্যা। আবার লোকালেই নেয়া হতে থাকে সিটিং এর ভাড়া। এই অবস্থায় তারা আবার বিআরটিএর সঙ্গে বৈঠক করে সিটিং চালুর বৈধতা আদায় করে নিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া