adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্ত স্থগিত

SITINGনিজস্ব প্রতিবেদক : রাজধানীতে গণপরিবহনে সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

১৯ এপ্রিল বুধবার বিকালে বিআরটিএ এবং পরিবহন মালিক ও শ্রমিকদের এক জরুরি যৌথসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে এক ব্রিফিংয়ে সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্ত স্থগিতের কথা জানান বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ মশিয়ার রহমান।

তিনি বলেন, ১৫ দিন পর এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত দেয়া হবে। এসময়ের মধ্যে বিআরটিএ নির্ধারিত চার্ট অনুযায়ী ভাড়া নিতে হবে।

মশিয়ার রহমান বলেন, সিটিং সার্ভিস চললেও তাতে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া নিতে হবে। বাড়তি ভাড়া আদায় করতে পারবে না বাসগুলো।

আগামী ১৫ দিনের মধ্যে পরিবহন খাতে বিরাজমান পরিস্থিতি নিরসনে করণীয় নির্ধারণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তে গত রোববার থেকে ঢাকায় গণপরিবহনে সিটিং সার্ভিস বন্ধ হয়ে যায়। এরপর পরিকল্পিতভাবে সড়কে বাস চলাচল কমিয়ে দেয় মালিকরা। এতে ব্যাপক ভোগান্তির শিকার হন রাজধানীবাসী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া