adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স ট্রফি যেনো রিয়াল মাদ্রিদের

BELLস্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের আধিপত্যটা রেকর্ডেই স্পষ্ট। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর এই শীর্ষ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১১ বার চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। ৩ বার হয়েছে রানার্সআপ। মানে ইউরোপের অভিজাত ক্লাবগুলোর এই টুর্নামেন্টে রেকর্ড ১৪ বার ফাইনালে খেলেছে রিয়াল। তাই বলে চ্যাম্পিয়ন্স লিগটাই রিয়াল মাদ্রিদের টুর্নামেন্ট! গ্যারেথ বেল কিন্তু বললেন সেটাই। রিয়ালের ওয়েলস উইঙ্গারের দাবি, চ্যাম্পিয়ন্স লিগ আসলে রিয়াল মাদ্রিদেরই টুর্নামেন্ট।
গত বুধবার বায়ার্ন মিউনিখের মাঠে গিয়ে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে জিতে এসেছে রিয়াল। প্রতিপক্ষের মাঠের ওই জয়ে বলতে গেলে রিয়াল সেমিতে এক পা দিয়েই রেখেছে। মঙ্গলবার নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগে জিতলে তো বটেই, ড্র এমনকি ১-০ ব্যবধানে হারলেও সেমিফাইনালে উঠে যাবে জিনেদিন জিদানের দল। স্বাভাবিকভাবেই মঙ্গলবারের ম্যাচের আগে নির্ভার রোনালদো-বেলরা। বেলের কথায়ও সেই নির্ভারতারই আভাস। মঙ্গলবারের ম্যাচের আগে এস দারিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বেল বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ সব সময়ই রিয়াল মাদ্রিদের টুর্নামেন্ট। এই ক্লাবটি সব মিলে ১১ বার চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্বের অন্য যে কোনো ক্লাবের চেয়ে বেশি। এই ক্লাবের লক্ষ্যই চ্যাম্পিয়ন্স লিগ ও অন্যা শিরোপা জেতা।’
সর্বশেষ তিন মৌসুমের মধ্যে দুবারই চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল। বেলের বিশ্বাস এবারও চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হবে রিয়ালই। বেল নিজেও স্বপ্ন দেখছেন রিয়ালের হয়ে আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের। তার এই স্বপ্ন দেখার পেছনে অন্য একটা কারণও আছে। এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটি যে হবে বেলেরই ঘরের মাঠ কার্ডিফে। নিজের ঘরের মাঠের সেই ফাইনালে খেলতে বেলের যেন তর সইছে না, ‘চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যেতে হলে অবশ্যই আপনাকে প্রচ- আত্মবিশ্বাসী থাকতে হবে। এবারের ফাইনালটি হবে আমার নিজের শহর কার্ডিফে। এটা অবশ্যই আমার জন্য বিশেষ কিছু এবং বাড়তি অনুপ্রেরণার। কাজেই আমরা ফাইনালে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছি। পরিবর্তন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া