হাসপাতাল ছেড়ে বাসায় বুবলি
বিনােদন রিপাের্ট : বুবলি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। ১৭ এপ্রিল থেকে পাবনায় ‘রংবাজ’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। নির্মাতা শামীম আহমেদ রনি এ কথা জানিয়েছেন।
১৫ এপ্রিল শনিবার দুপুরে তিনি আরো বলেন, ‘কঠিন কিছু নয় ঋতু পরিবর্তনে জ্বরে পড়েছেন বুবলি। আশা করছি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন দুই-এক দিনের মধ্যেই। সকালে হাসপাতাল থেকে নিজ বাসাতে ফিরেছেন তিনি।’
শুক্রবার রাতে ‘রংবাজ’ সিনেমার মহরতের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বুবলিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। জানা যায়, এ নায়িকা বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন। জ্বরের কারণে তার রক্তচাপ কমে যায়। চিকিৎসকরা বেশ কিছু পরীক্ষা দিয়েছেন এবং কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন।
‘রংবাজ’-এ বুবলির নায়ক হচ্ছেন শাকিব খান। এর আগে তাদের দুটি সিনেমায় দেখা গেছে।
সম্প্রতি শাকিব-অপুর বিয়ে ও সন্তান বিষয়ক আলোচনায় বুবলির নামও চলে আসে। অপুর টিভি লাইভের উত্তরে তাকে ফেসবুক স্ট্যাটাস দিতে দেখা যায়।