adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হোয়াটমোর দায়িত্ব নিচ্ছেন কেরালা রাজ্য দলের

DEV-1স্পোর্টস ডেস্ক : হোয়াটমোর, পুরো নাম ডেভ হোয়াটমোর। এক নামেই চেনে বাংলাদেশের প্রতিটি ক্রীড়ামোদি। বাংলাদেশ ক্রিকেট দলের যতো যশ আর সুখ্যাতি আগে অর্জন হয়েছে, সবই এই হোয়াটমোরের হাত ধরে। ২০০৩ সাল থেকে ২০০৭ পর্যন্ত ডেভ হোয়াটমোর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন। ওই সময়ে বাংলাদেশ ক্রিকেট বিশ্ব দরবারে মাথা উঁচু করতে শিখেছিল। 
এরপর বাংলাদেশ ছেড়ে ডেভ চলে গেলেন ভারতে অনূর্ধ্ব-১৯ দলে। সেখান থেকে পাড়ি জমালেন পাকিস্তান। সর্বশেষ জিম্বাবুয়ে জাতীয় দলের কোচও হয়েছিলেন হোয়াটমোর। এবার তিনি কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন ভারতের রাজ্য দল কেরালার। ২০১৭-১৮ ঘরোয়া মৌসুমের জন্য আগামী সেপ্টেম্বর থেকে কাজ শুরু করবেন অভিজ্ঞ এ কোচ। কেরালার কোচের দায়িত্ব নেয়া সম্পর্কে হোয়াটমোর জানান, ‘আমি চ্যালেঞ্জ পছন্দ করি। আমি মনে করি এটা একটা ভালো অভিজ্ঞতা হবে যে এমন একটি দলের সঙ্গে আমি কাজ করতে যাচ্ছি যারা প্রত্যাশা অনুযায়ী ভালো খেলতে পারছে না।’
২০১৬-১৭ মৌসুমটা মোটেই ভালো কাটেনি কেরালার। রঞ্জি ট্রফিতে ৯ ম্যাচে জয় পায় মাত্র একটিতে! মৌসুমের মাঝপথেই হেড কোচ পি বালাচন্দ্রনকে ছাঁটাই করে অ্যাসোসিয়েশন। তার জায়গায় দায়িত্ব পান সাবেক ফাস্ট বোলার তিনু ইয়োহান্নান। হোয়াটমোর দায়িত্ব নেবেন সেপ্টেম্বরে। ফলে বাকি ২০১৭-১৮ মৌসুম পুরোটাই সামলাবেন তিনি।একই সঙ্গে কেরালার জুনিয়র ক্রিকেট প্রোগ্রামও তদারক করবেন তিনি। সর্বশেষ তিনি জিম্বাবুয়ে দলের কোচের দায়িত্ব পালন করেছেন।
হোয়াটমোর দায়িত্ব নিচ্ছেন কেরালা রাজ্য দলের 
স্পোর্টস ডেস্ক : হোয়াটমোর, পুরো নাম ডেভ হোয়াটমোর। এক নামেই চেনে বাংলাদেশের প্রতিটি ক্রীড়ামোদি। বাংলাদেশ ক্রিকেট দলের যতো যশ আর সুখ্যাতি আগে অর্জন হয়েছে, সবই এই হোয়াটমোরের হাত ধরে। ২০০৩ সাল থেকে ২০০৭ পর্যন্ত ডেভ হোয়াটমোর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন। ওই সময়ে বাংলাদেশ ক্রিকেট বিশ্ব দরবারে মাথা উঁচু করতে শিখেছিল। 
এরপর বাংলাদেশ ছেড়ে ডেভ চলে গেলেন ভারতে অনূর্ধ্ব-১৯ দলে। সেখান থেকে পাড়ি জমালেন পাকিস্তান। সর্বশেষ জিম্বাবুয়ে জাতীয় দলের কোচও হয়েছিলেন হোয়াটমোর। এবার তিনি কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন ভারতের রাজ্য দল কেরালার। ২০১৭-১৮ ঘরোয়া মৌসুমের জন্য আগামী সেপ্টেম্বর থেকে কাজ শুরু করবেন অভিজ্ঞ এ কোচ। কেরালার কোচের দায়িত্ব নেয়া সম্পর্কে হোয়াটমোর জানান, ‘আমি চ্যালেঞ্জ পছন্দ করি। আমি মনে করি এটা একটা ভালো অভিজ্ঞতা হবে যে এমন একটি দলের সঙ্গে আমি কাজ করতে যাচ্ছি যারা প্রত্যাশা অনুযায়ী ভালো খেলতে পারছে না।’
২০১৬-১৭ মৌসুমটা মোটেই ভালো কাটেনি কেরালার। রঞ্জি ট্রফিতে ৯ ম্যাচে জয় পায় মাত্র একটিতে! মৌসুমের মাঝপথেই হেড কোচ পি বালাচন্দ্রনকে ছাঁটাই করে অ্যাসোসিয়েশন। তার জায়গায় দায়িত্ব পান সাবেক ফাস্ট বোলার তিনু ইয়োহান্নান। হোয়াটমোর দায়িত্ব নেবেন সেপ্টেম্বরে। ফলে বাকি ২০১৭-১৮ মৌসুম পুরোটাই সামলাবেন তিনি।একই সঙ্গে কেরালার জুনিয়র ক্রিকেট প্রোগ্রামও তদারক করবেন তিনি। সর্বশেষ তিনি জিম্বাবুয়ে দলের কোচের দায়িত্ব পালন করেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া