adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইয়েমেন সেনাদের হামলায় ১০০ জঙ্গি নিহত

Yamanআন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেন সেনাবাহিনী ও হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরব নেতৃত্বাধীন জোটের মদদপুষ্ট অন্তত ১০০ জন জঙ্গি নিহত হয়েছেন। লোহিত সাগর উপকূলবর্তী বন্দর নগরী মোখার পার্বত্য এলাকায় এই ঘটনা ঘটে। খবর প্রেস টিভির।

ইয়েমেনের সাবা নেট নিউজ জানায়, গতকাল বুধবার মোখার পূর্বাঞ্চলে পার্বত্য এলাকায় কাতুষা ও কাহের-২ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেন সেনারা। এতেই হতাহতের এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সুদানের এক সেনা কর্মকর্তা ও আরব আমিরাতের দুজন সেনা রয়েছেন। ইয়েমেনের সাবেক সরকারের অনুগত জঙ্গিদের সহযোগিতা করতে সৌদি নেতৃত্বাধীন জোট তাদের ইয়েমেনে নিয়োগ দিয়েছিল।

খবরে বলা হয়, মোখার পূর্বাঞ্চলীয় আল-মাফরাক এবং খালিদ বিন আল-ওয়ালিদ সামরিক ঘাঁটি এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত কয়েক সপ্তাহ ধরেই এই এলাকায় ইয়েমেন বাহিনীর সঙ্গে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে।

জঙ্গিদের দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর এলাকায় তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

গত মঙ্গলবার ইয়েমেন সেনাদের পাল্টা হামলায় সুদানের পাঁচ সেনা নিহত এবং ২২ জন আহত হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া