adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার মোহামেডান, শেখ জামাল, প্রাইম ব্যাংকের লিগ শুরু

WALTONক্রীড়া প্রতিবেদক : ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় আসর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ মাঠে গড়িয়েছে বুধবার। উদ্বোধনী দিন অনুষ্ঠিত হয়েছে প্রথম রাউন্ডের তিনটি ম্যাচ। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডের বাকি তিনটি ম্যাচ। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি খেলবে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। বিকেএসপির চার নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব খেলবে কলাবাগানের বিপক্ষে।
তিনটি ম্যাচেই থাকছে জাতীয় দলের তারকাদের সরব উপস্থিতি। আবাহনী লিমিটেড ছেড়ে এবার মোহামেডান স্পোর্টিংয়ে নাম লিখিয়েছেন তামিম ইকবাল। কিন্তু সর্বশেষ আসরে আচরণ বিধি লংঘনের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় বৃহস্পতিবার গাজী গ্রুপের বিপক্ষে খেলতে পারবে না তামিম। তবে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভাশিষ রায়, কামরুল ইসলাম রাব্বীরা রয়েছেন দলটিতে। প্রতিপক্ষ গাজী গ্রুপে রয়েছেন এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, আবু হায়দার রনি, সোহরাউয়ার্দি শুভর মতো ক্রিকেটার।

এদিকে প্রাইম ব্যাংক ও কলাবাগান ম্যাচটার দিকে আলাদা নজর থাকবে সবার। প্রাইম ব্যাংকে সৌম্য সরকার, রুবেল হোসেন, সাব্বির রহমানরা রয়েছেন। অন্যদিকে কলাবাগানে রয়েছেন নিষেধাজ্ঞা থেকে ফিরে প্রথমবার প্রিমিয়ারে খেলতে যাওয়া মোহাম্মদ আশরাফুল। এছাড়া তুষার ইমরান, মুক্তার আলী, তাসামুল হক, মেহরাব জুনিয়র, নাবিল সামাদের মতো ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত পারফরমারও রয়েছেন দলটিতে।
অন্যদিকে ভিক্টোরিয়া ও শেখ জামাল উভয় দলিই তারকার সমারহ অণ্যদের থেকে কম। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে বড় তারকা বলতে মুমিনুল হক, কামরুল ইসলাম রাব্বীই। শেখ জামাল অবশ্য সেই তুলনায় এগিয়ে। দলটিতে আছেন আব্দুর রাজ্জাক, নুরুল হাসান সোহান, ইমরুল কায়েসের মতো তারকা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া