adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিশরে গির্জায় বোমা হামলায় নিহত ১৫

GIRZAআন্তর্জাতিক ডেস্ক : মিশরের একটি গির্জায় বোমা হামলায় ২১ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৪০জন আহত হয়েছে।

৯ এপ্রিল রোববার সকালে টানটা শহরের কেন্দ্রস্থল ডেলটায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

মিশরের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আহরাম অনলাইন এ খবর জানিয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে তারা।

নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা সংবাদ সংস্থা মিনাকে জানান, ওই গির্জাটির মধ্যে বিস্ফোরক পুঁতা ছিল। যার রিমোট কন্ট্রোল ছিল সিটের নিচে।

গির্জার মূল প্রার্থনা হলে এই বিস্ফোরণ সংঘটিত হয় বলে জানান ওই কর্মকর্তা।

এখন পর্যন্ত এ হামলার বিষয়ে কেউ দায় স্বীকার করেনি।

এর আগে গত বছরের ১১ ডিসেম্বর দেশটির রাজধানী কায়রোতে কপ্টিক খ্রিস্টানদের একটি গির্জায় এক বিস্ফোরণে অন্তত ২৫ জন লোক নিহত হয়েছিল।

মিসরের জনসংখ্যার শতকরা ১০ ভাগ কপ্টিক খ্রিস্টান। মিসরে গত কয়েক বছরে খ্রিস্টানদের ওপর আক্রমণের সংখ্যা বেড়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া