adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মােদি বললেন- বাংলাদেশ উন্নয়নের উদাহরণ

BD BD BDডেস্ক রিপাের্ট : স্বাধীনতার পর ৪৬ বছরে বাংলাদেশে যেসব পরিবর্তন ঘটেছে তাতে বিস্ময়কর বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন ১৯৭১ সালে ভারত ও পাকিস্তানের যে স্থিতি ছিল, বাংলাদেশ সেই অবস্থা থেকে অনেক এগিয়ে গেছে। কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ ভারতকেও চাড়িয়ে গেছে। এই অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের যে ধারা চলছে, তাতে বাংলাদেশ একটি উদাহরণ।

HA HA HAভারতের নয়াদিল্লিতে মুক্তিযুদ্ধের সময় প্রাণ দেয়া ভারতীয় সেনাদের স্মরণে এক অনুষ্ঠানে মোদি এ কথা বলেন। এই অনুষ্ঠানে ভারতীয় সাত সেনার পরিবারের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বক্তব্য দিতে গিয়ে মোদি বাংলাদেশের উন্নয়নের এই প্রশংসা করেন।

মুক্তিযুদ্ধের শুরু থেকেই বাংলাদেশের স্বাধীনতার জন্য সহযোগিতা করে ভারত। মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র দেয়া, প্রবাসী বাংলাদেশ সরকার এবং এক কোটি শরণার্থীকে আশ্রয় দানের পাশাপাশি সরাসরি যুদ্ধেও অংশ নিয়েছে ভারতীয়রা। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের প্রতিটি সেক্টর এবং কমান্ড ভারতীয় সেনাবাহিনীর নির্দেশনা এবং নিয়ন্ত্রণে যুদ্ধ করতে থাকে। এবং ১০ দিনের যুদ্ধেই পাকিস্তানি সেনাবাহিনী পরাভূত হয় এবং ১৬ ডিসেম্বর অস্ত্র সমর্পণ করে তারা।

এই যুদ্ধে প্রাণ হারায় এক হাজার ৬৬১ জন ভারতীয় পোশাকধারী সেনা। এর মধ্যেই সাতটি পরিবারকে সম্মাননা জানানো হয় এই অনুষ্ঠানে। মোদি বলেন, ‘ভারতীয় সেনারা বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজের জীবন দিয়েছেন। তারা মানবতার জন্য লড়েছে। এটা পরম সৌভাগ্যের।’

মোদি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাদের জীবন দানের একটাই কারণ ছিল। এটা ছিল বাংলাদেশের মানুষদের জন্য তাদের ভালোবাসা এবং সম্মানবোধ। ভারতীয় সেনারা যুদ্ধের সমময় তার কর্তব্য ভুলে যাননি। এখনও সব ভারতীয় তাদের জন্য সম্মানিত বোধ করে।’

মোদি বলেন, ‘বাংলাদেশের জন্ম এক নতুন আশার সঞ্চার করে। … ধ্বংস, সন্ত্রাসবাদ ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে মানবতার জয় হয়েছে সেখানে। কোটি কোটি বাংলাদেশির ইচ্ছাশক্তির জয় হয়েছে। লাখো মানুষের জীবনদান বৃথা যায়নি।’

মুক্তি সংগ্রামে জীবন উৎসর্গকারী ভারতীয় সেনাদের সম্মাননা দেয়ায় বাংলাদেশ সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান মোদি। তিনি বলেন, ‘এটি একটি মহান দিন।… বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করা ভারতীয় সেনাবাহিনীর শহীদদের স্মরণ করা দিন। কেবল এই শহীদ পরিবার নয়, বাংলাদেশের জন্মের জন্য জীবন দেয়ায় এখনও প্রতিটি ভারতীয় পরিবার গর্ববোধ করে।’

মোদি মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে তার বক্তব্য শেষ করেন মুক্তিযুদ্ধের জয়ধ্বনী ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে।

মুক্তিযোদ্ধাদের জন্য সুযোগসুবিদা বাড়ানোর ঘোষণাও দেন ভারতীয় প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মধ্যে ১০ হাজার জনকে বৃত্তি দেয় ভারত। এই সংখ্যা আরও ১০ হাজার বাড়ানো হবে। মু্ক্তিযোদ্ধাদেরকে পাঁচ বছরের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা এবং একশ মুক্তিযোদ্ধাকে প্রতি বছর বিশেষ চিকিৎসা স্কিমের আওতায় সহায়তা দেয়া হবে।’

‘বাংলাদেশের অগ্রগতি এক উদাহরণ’
বাংলাদেশ কতটুকু এগিয়েছে তা বোঝাতে ১৯৭১ সালের অবস্থানের সঙ্গে বর্তমান অবস্থানের তুলনা করেন মোদি। তিনি বলেন, ‘১৭৯১ সালে ভারত এবং পাকিস্তানের নাগরিকদের গড় আয়ুর যে স্থিতি ছিল, আজ বাংলাদেশ তা থেকে অনেক দূর এগিয়ে গেছে। আজ বাংলাদেশের নাগরিকদের গড় আয়ু ভারতের চেয়ে বেশি।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘গত ৪৫ বছরে বাংলাদেশের জিডিপি ৩১ গুণ বেড়েছে। মাথাপিছু আয় ১৩ গুণ বেড়েছে। শিশু মৃত্যুর হার ২২২ থেকে কমে ৩৮ এ দাঁড়িয়েছে। মানুষ প্রতি চিকিৎসকের হার তিন গুণ বেড়েছে। স্বাধীনতার পর এখন পর্যন্ত বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১২৫ গুণ। পরিবর্তনের এসব মানদণ্ডে বাংলাদেশ অসাধারণ কাজ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের এক নতুন দিক উন্মোচন করেছে।’

‘শেখ হাসিনার মত সাহস আমাদের কারও নেই’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ভূয়সী প্রশংসা করেন মোদি। তিনি বলেন, ‘তিনি (হাসিনা) যে দুঃসহ পরিস্থিতি মোকাবেলা করে নিজেকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, আমি তার সাহসের প্রশংসা না করে পারি না। তিনি যে সাহসের সঙ্গে নিজেকে এবং দেশকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, তা আমাদের কারও নেই।’

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার বিষয়টি উল্লেখ করে মোদি বলেন, ‘কেউ কি কল্পনা করতে পারেন, পরিবারের ১৬ জন মানুষকে হত্যা করা হয়েছে। আর এক নারী সোনার বাংলার স্বপ্নকে সত্য করতে যুদ্ধ করে চলেছেন! এটা ইতিহাসের কোনো সামান্য ঘটনা নয়। তিনি যোদ্ধার মত আজও অটল হয়ে দাঁড়িয়ে আছেন এবং নিজের দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে প্রাণান্ত চেষ্টা করছেন।’

বাংলাদেশের উন্নয়নের সাথী হওয়ার ঘোষণা

বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার ঘোষণা দেন মোদি। তিনি বলেন, ‘আমার স্পষ্ট মত। আমার দেশের সঙ্গে সঙ্গে সাথে আমার সব প্রতিবেশী রাষ্ট্র উন্নয়নের পথে অগ্রসর হোক। ভারতের একা বিকাশ সম্ভব নয়। আমাদের অঞ্চলে আমরা একা চলতে পারবো না। আমরা প্রতিবেশীদের সুখ, সমৃদ্ধি ও শান্তির সহযোগী হতে চাই। এ জন্য আমরা সব দেশের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়েছি। এর প্রকৃষ্ট উদাহরণ ভারত ও বাংলাদেশের সম্পর্ক। দুই সমাজেরই স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়, সেটা অর্থনৈতিক হোক, রাজনৈতিক হোক, জ্বালানি নিরাপত্তা হোক বা নিরাপত্তার বিষয় হোক-আমরা এগিয়ে যাচ্ছি। কয়েক দশক ধরে চলা সীমান্ত চুক্তির বাস্তবায়ন করেছি। আমরা শান্তি ও বিশ্বাসের ক্ষেত্রে তৈরি করেছি।’

মোদি বলেন, ‘ভারত বাংলাদেশের সম্পর্ক কেবল সরকারের মধ্যে নয়। ভারত ও বাংলাদেশ এ জন্য সাথে যে, দুই দেশের ১৪০ কোটি মানুষ একে অপরের সাথী। আমরা সুখ-দুঃখের সাথী। আমি সব সময় বলি, সে স্বপ্ন ভারতের আমি জন্য দেখি, একই সুখ কামনা আমি আমার বাংলাদেশের জন্যও দেখি। ভারতের সব প্রতিবেশীদের জন্যও। আমি বাংলাদেশের ‍উজ্জ্বল ভবিষ্যত কামনা করি। এক বন্ধুর জন্য ভারতের পক্ষে যতটা সম্ভব, ততটা সহায়তা করা হবে।’

ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ‘দুঃখের বিষয় এর বিপরীত একটি ধারাও রয়ে গেছে। এই মানসিকতা সন্ত্রাসবাদীদের প্রেরণা। তাদের মূল্যবোধ মানবতা নয়, হিংসা, সন্ত্রাস। তারা নির্মাণের বদলে ধ্বংস করতে চায়। বিশ্বাসের বদলে বিশ্বাস ভঙ্গ করতে চায়। এটা আমাদের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া