adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘গোরক্ষকদের’ সহিংসতায় ভারতজুড়ে উদ্বেগ, প্রতিবাদ

GOআন্তর্জাতিক ডেস্ক : ভারতে স্বঘোষিত ‘গোরক্ষক’ দলের সাম্প্রতিক সময়ের হিংসাত্মক তৎপরতায় এবং রাম নবমীর দিনে পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্যে অস্ত্র হাতে স্কুলে পড়ুয়া মেয়েদের মিছিল করা নিয়ে ভারতজুড়ে প্রগতিশীলদের প্রতিবাদ কর্মসূচি চলছে।

এদিকে ‘গোরক্ষক’ দলকে কেন নিষিদ্ধ করা হবে না, মর্মে কেন্দ্র সরকার ও ছয় রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপক মিশ্র এর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ তিনদিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

কংগ্রেস নেতা তিহসিন পুনাওয়ালা জনস্বার্থে এই মামলা দায়ের করেন। মামলার আর্জিতে বলা হয়, গোরক্ষক দলের কর্মকাণ্ডে পুরো ভারতে সহিংস পরিবেশ সৃষ্টি হয়েছে। অভিযোগ করা হয়, গুজরাত, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং হরিয়ানা রাজ্যে সংঘটিত কয়েকটি সাম্প্রদায়িক হামলার পরেও পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি।  

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তীব্র ক্ষোভ প্রকাশ করে হুঙ্কার দিয়েছেন অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে। কিন্তু অস্ত্র হাতে বাচ্চাদের মিছিল ঠেকাতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়নি বলেও অভিযোগ করেছে রাজ্যের বিরোধীদলগুলো। যথারীতি পশ্চিমবঙ্গ বিজেপি প্রধান দিলীপ ঘোষের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে বৃহস্পতিবার রাতে।

দিলীপবাবু অবশ্য বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ। অস্ত্র হাতে মিছিল বিশেষ করে শিশুদের হাতে অস্ত্র নিয়ে প্রকাশ্যে মিছিল করার ঘটনার তীব্র নিন্দা করেছে বুদ্ধিজীবী মহল। প্রকাশ্যে কট্টর ডানপন্থীদের অস্ত্র নিয়ে মিছিল করার ঘটনা কাকতালীয় না হলেও গভীর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কেননা রাহুল সিংহ বলে দিয়েছেন বিধানসভার ভোট নির্ধারিত সময়ের আগেই হবে।

শিশুরা যেভাবে মিছিল করেছে তা অভাবনীয়। বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, হুগলিতে বৃহস্পতিবার মিছিল হয়েছে। অস্ত্র হাতে আরও মিছিল হয়েছে অন্যান্য স্থানে। এমনিতেই পশ্চিমবঙ্গে অসহিষ্ণুতার অভিযোগ তুলেছেন বুদ্ধিজীবীরা।

এদিকে পশ্চিমবঙ্গে শিশুদের হাতে অস্ত্র তুলে দিয়ে কট্টরপন্থীদের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছে প্রগতিশীলরা।

অন্যদিকে উত্তরপ্রদেশে কসাইখানা বন্ধে যোগীর নির্দেশের বিরুদ্ধে সর্বস্তরে প্রতিবাদ সোচ্চারিত হয়েছে। রাজস্থান, ছত্তিশগড় যোগীকে অনুসরন করছে। অনেকেই বলছেন এই সব ঘটনাপ্রবাহ ধর্মীয় অসহিষ্ণুতাকে জিইয়ে দিচ্ছে ।

এদিকে আলোয়ার এ তথাকথিত গোরক্ষকদের হাতে পহেলম খান এর মৃত্যু প্রগতিশীল সর্বমহলে নিন্দিত হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া