adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোল্টের দেশে নতুন গতি তারকা

BOLTস্পাের্টস ডেস্ক : উসাইন বোল্টের পর বিস্ময়কর এক গতি তারকার সন্ধান পেয়েছে জ্যামাইকা। ১২ বছর বয়সি এক নারী অ্যাথলেট দৌড়ের নতুন রেকর্ড গড়েছেন। ২০১৭ সালে ছেলে ও মেয়েদের দৌড় চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সবার নজর কেড়েছে।

ব্রিয়ান্না লিস্টন নামে এক তরুণী ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অন্যদেরপেছনে ফেলে বিস্ময় সৃষ্টি করেছে। মাত্র ২৩.৭২ সেকেন্ড ২০০ মিটারে নতুন রেকর্ড গড়েছেন ১২ বছর বয়সি এ স্প্রিন্টার।

স্যান্ট জাগো হাই স্কুলের হয়ে ট্র্যাকে গতির ঝড় তোলেন লিস্টন। ওই প্রতিযোগীতায় দ্বিতীয় প্রতিযোগির চেয়ে ০.৮৮ সেকেন্ড এগিয়ে ছিললিস্টন। সীমিত দূরত্বে তিনি কতোটা সম্ভাবনাময় সেটা এই  প্রতিযোগিতায় প্রমাণ করেছে।

ক্লাস ফোরে অনূর্ধ্ব-১৩ গ্রুপের হয়ে ১০০ মিটার স্প্রিন্টেও বৃহস্পতিবার চ্যাম্পিয়ন হয়েছেলিস্টন। ফাইনালে চ্যাম্পিয়ন হতে ১০০ মিটারে সে সময় নেয় মাত্র ১১.৮৬ সেকেন্ড। ভবিষ্যতে ট্র্যাকে সর্বজয়ী উসাইন বোল্টের মতো সব ফরম্যাটে বিস্ময় উপহার দিতে পারে এইসম্ভাবনাময় স্প্রিন্টার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া