adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নায়করাজ রাজ্জাক বললেন- সিনেমাকে একদল লোক লুটেপুটে খাচ্ছে

RAZZAKবিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে চিন্তিত। জানিয়েছেন, আজকাল একদল লোক লুটেপুটে খাচ্ছে সিনেমা। সিনেমায় এখন অনেক গডফাদার জুটে গেছে। সবাই এখন ব্যবসা করার মানসিকতায় এখানে কাজ করছে, কেউ সিনেমাকে ভালোবাসছে না। নতুন আরেকটা বিষফোড়া হয়ে গেছে, যৌথ প্রযোজনার ছবি।’ 

যৌথ প্রযোজনার ছবি কেন বিষফোড়া? জিজ্ঞাসা করলে তিনি বাখ্যা দিলেন এভাবে, ‘যৌথ প্রযোজনা তো এভাবে হয় না, যেভাবে এখন হচ্ছে। এখন তিনজন আর্টিস্ট নিয়ে পাঁচ দিন পুবাইলে শুটিং করল, এরপর বাকি সবকিছু দেশের বাইরের শিল্পী ও কলাকুশলী নিয়ে করে ফেলছে, এটা তো হতে পারে না। যৌথ প্রযোজনার নামে এখন যেসব সিনেমা হচ্ছে, সেসবে কি আমাদের দেশের প্রতিষ্ঠিত কোনো নির্মাতার নাম দেখেছেন? ছবির নামের পাশে পরিচালক হিসেবে দেখা যাচ্ছে প্রযোজকের নাম, না হলে প্রোডাকশন ম্যানেজারের নাম! সরকার তো আমাদের মঙ্গলের জন্য এই নিয়ম করেছে। সেই নিয়ম যদি আমাদেরই ক্ষতির কারণ হয়, তাহলে তা তো সরকারি কর্মকর্তাদের জানাতে হবে। কিন্তু আমাদের যেসব সংগঠন আছে, সেসবের নেতারাই এই যৌথ প্রযোজনার সঙ্গে জড়িয়ে গেছেন।’

সঙ্গে আরও যোগ করলেন, ‘আমার দুঃখ লাগে, আমার সেই বয়স নেই, ক্ষমতা নেই এখন আবার নতুন করে যুদ্ধ করার। একজন যোদ্ধা লাগবে, যিনি সিনেমাকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাবেন।’
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া