adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ওয়ানডেতে রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশের

RATING POINTস্পোর্টস ডেস্ক : গত ১ এপ্রিল শেষ হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। এই সিরিজটি ১-১ ড্র হয়েছে। কারণ, সিরিজটির প্রথম ম্যাচে ৯০ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। আর তৃতীয় ম্যাচটিতে ৭০ রানের জয় পেয়েছিল শ্রীলঙ্কা।
ওয়ানডে সিরিজ শুরুর আগে ৯১ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সপ্তম অবস্থানে ছিল বাংলাদেশ। সিরিজ শেষে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানের কোনও পরিবর্তন না হলেও রেটিং পয়েন্ট এক বেড়েছে। ওয়ানডেতে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৯২।
অন্যদিকে, ৯৮ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ অবস্থানে থেকে সিরিজ শুরু করেছিল শ্রীলঙ্কা। তবে, এই সিরিজ শেষে তাদের অবস্থান কিংবা রেটিং পয়েন্টের কোনও পরিবর্তন হয়নি।
শ্রীলঙ্কা সফরে প্রথমে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। ওই সিরিজটি ১-১ ড্র হয়। এরপর তিন ম্যাচ ওয়ানডে সিরিজটিও ১-১ ড্র হয়। এবার স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ শেষে দেশে ফিরবে টাইগাররা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া