adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তান সফর নিয়ে বিকল্প ভাবনা বিসিবির

BCBস্পাের্টস ডেস্ক : মূল দলকে পাকিস্তান সফরে না পাঠালেও এ নিয়ে বিকল্প কিছু ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমনটাই জানালেন। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি শাহরিয়ার খানের  দাবি বিসিবির পক্ষ থেকে এইচপি দলকে পাঠানোর খবর নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে ঘরোয়া সিরিজ খেলতে নিরপেক্ষ ভেন্যুতে খেলার কথাও জানিয়েছেন তিনি।

গত কিছুদিন ধরে পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবরে স্পষ্ট হয়েছে, বাংলাদেশ সফরে না গেলে ক্ষতিপূরণ দিতে হবে পিসিবিকে। এই অবস্থায় বিসিবির বক্তব্য কী? অবশেষে রবিবার দুপুরে কলম্বোতে বিসিবির বক্তব্য জানা গেছে। সিহলিজ স্পোর্টস ক্লাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে এদিন।  সেখানে মিলিত হয়েছিলেন বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার বোর্ড সভাপতিরা। এর পর হোটেল তাজ সমুদ্রে বাংলাদেশের সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে পাকিস্তান সফর নিয়ে নিজেদের ভাবনা এভাবেই তুলে ধরেন তিনি, 'ওরা তো সব সময়ই চায় আমরা যাতে পাকিস্তানে যাই।  কিন্তু এই অবস্থায় জাতীয় দল পাঠানোর কোনও সুযোগ নেই। বিকল্প কী করা যায় তা নিয়েই আমরা এখন ভাবছি।'
এসিসি ও পিসিবি প্রধান শাহরিয়ার খান অবশ্য জানালেন বিসিবির ভিন্ন সেই ভাবনা, ‘ওরা জাতীয় দল পাঠাতে এখনও প্রস্তুত নয়।  তবে হাই পারফরম্যান্স দল পাঠানোর ব্যাপারে রাজি হয়েছে। এটা অনেক বড় একটি ব্যাপার।'
তবে আগামী জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তানের বাংলাদেশ সফরে আসার বিষয়টি নিয়ে কোনও শঙ্কা নেই বলে জানিয়েছেন বিসিবি সভাপতি, 'সিরিজ নিয়ে কোনও অনিশ্চয়তা নেই। পাকিস্তান জুলাইয়ে পূর্ণাঙ্গ সফরে আসবে।'
এদিকে ২০০৮ সালের পর পাকিস্তান নিজের ঘরোয়া সিরিজে বাংলাদেশের বিপক্ষে খেলেনি। সে হিসেবে নিরপেক্ষ ভেন্যুতে সিরিজ খেলার কথা জানালেন পিসিবি সভাপতি, 'বাংলাদেশের বিপক্ষে আমরা ঘরোয়া সিরিজ খেলবো। সেটা বাংলাদেশের মাটিতে হতে পারে আবার তৃতীয় কোনও দেশেও হতে পারে। শ্রীলঙ্কাতেও আমরা খেলতে পারি ।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া