adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্কুল ক্রিকেটারের অবিশ্বাস্য ইনিংস

HABIBক্রীড়া প্রতিবেদক : পয়তাল্লিশ ওভারের ম্যাচে একজন ব্যাটসম্যান একাই করেছেন ২৭৫ রানের অবিশ্বাস্য এক ইনিংস। এ কোনো স্বীকৃত ক্রিকেটার নন। একজন ক্ষুদে খেলোয়াড়ের এ কৃতিত্ব। শুনলে অবাক লাগারই কথা। ঢাকায় চলমান প্রাইম ব্যাংক ইয়াংটাইগার্স স্কুল ক্রিকেটে  হাবিবুর রহমান নামে এক ক্ষুদে ক্রিকেটার ২৭৫ রানের নান্দনিক ইনিংস খেলে সবার চোখ কপালে তুলে দিয়েছেন।  ৩০ মার্চ বৃহস্পতিবার এই স্কুল ছাত্র ইনিংস ওপেন করে ১১০ বল খেলে ২৭৫ রান করেছেন। তার ব্যাটিং এমনই আগ্রাসী ছিল যে, চোখের পলক ফেলার উপায় নেই। প্রতিপক্ষ বোলারদের পিটিয়ে ৩২টি চার আর ২২টি ছক্কা মেরেছেন।
প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেট প্রতিযোগিতায়  হাবিবুরের শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ দল আগে ব্যাট করেছে রহমতউল্লাহ মডেল হাই স্কুলের বিপক্ষে। নাহিদ আলমের সঙ্গে ওপেনিংয়ে নেমে মাত্র ১৯.৩ ওভারে ২৫৯ রানের রেকর্ড পার্টনারশিপ গড়েন হাবিবুর। এই খুদে ব্যাটসম্যান শুরু থেকে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের বোলারদের চোখ ও নাকের পানি এক করে দিয়েছেন। ঢাকার সিটি ক্লাব মাঠে ৪৫ ওভারে হাবিবুরের ইনিংস তার দলকে পাহাড়ের চেয়ে বড় স্কোর দিয়েছে। ৫৩২ রানে অল আউট হয় শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। এরপর ১০৫ রানে প্রতিপক্ষকে অল আউট করে দিয়ে ৪২৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে হাবিবুরবাহিনী। স্কুল ক্রিকেটে হাবিবুরের এটি ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর এবং জয়টাও স্কুল ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় জয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া