adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারী সাংবাদিককে ধাক্কা দিয়ে ফেলে দেয়ায় প্রার্থী সীমার এপিএস আটক

comilla_atokডেস্ক রিপাের্ট : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে পেশাগত দায়িত্বে বাধাদান ও বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি নিউজের এক নারী সংবাদ কর্মীকে লাঞ্ছিত করার অভিযোগে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার ব্যক্তিগত সহকারী বাবুকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৩০ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কুমিল্লা মডার্ন স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ডিবিসির রিপোর্টার কাউসারা চৌধুরী কুমু টেলিফোনে বলেন, ‘এই কেন্দ্রের ২য় তলায় জালভোট দেওয়া দুই জনের সঙ্গে আমরা কথা বলছিলাম। এসময় সীমার পিএস বাবু আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। আমাদের গায়ে হাত দিয়ে ধাক্কা দেন। পরে সেখানে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে।’

আটকের বিষয়ে কুমিল্লা কোতোয়ালী থানার ওসি আব্দুস ছালাম বলেন, ‘আমি এ বিষয়ে কোনো বক্তব্য দিতে পারব না। ভোটের সার্বিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে পুলিশ সুপার কথা বলবেন।’

এর আগে বৃহস্পতিবার সকাল ৮ থেকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১০৩টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। জালভোট ও সহিংসতার ঘটনায় চৌয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও সরকারি সিটি কলেজ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া