adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নুর বক্স ঋণ নিয়ে খেলা দেখতে গেছেন শ্রীলঙ্কায় (ভিডিও)

NOOR BOXস্পোর্টস  ডেস্ক: দেশের বাইরে দলকে সমর্থন দিতে অনেকেই যান বাংলাদেশ থেকে। শ্রীলঙ্কাতেও এর ব্যতিক্রম হয়নি। তবে, ব্যতিক্রমী উদাহরণ তৈরী করেছেন ঝিনাইদহের নুর বক্স। সেনাবাহিনীর ভাতা থেকে লোন নিয়ে খেলা দেখতে এসেছেন শ্রীলঙ্কায়। রাত কাটান রাস্তায়। দেশ ঘুরে দেখেন পায়ে হেঁটে।

ঝিনাইদহের নুর বক্সের শরীরের বয়স ৭৯, মনের বয়স ১৯। নাহলে ভারত মহাসাগর পার হয়ে শ্রীলঙ্কার ডাম্বুলায় কি এভাবে নেচে গেয়ে বেড়াতে পারতেন?

নিছক বেড়াতে নয়, এসেছেন দেশের বাইরে বাংলাদেশের জয় দেখতে। মুক্তিযুদ্ধ করেছেন, চাকুরী করতেন সেনাবাহিনীতে। সেই সংস্থার ভাতা থেকে লোন নিয়ে লঙ্কা এসেছেন নুর বক্স। কিছু সাহায্য করেছেন এলাকার সংসদ সদস্য।

যেখানেই রাত, সেখানেই কাত কথাটা বোধাহয় নুর বক্সের সাথেই মানায়। লঙ্কায় এসে বসে থাকেন নি। দিন রাত এক করে ঘুরে বেরিয়েছেন ডাম্বুলার পাহাড় থেকে পাহাড়ে।

বাংলাদেশের বউ, ছেলে, মেয়ে সবাই আছে নুর বক্সের। তাদের জন্য চিন্তা হয়। তবে নিজেকে নিয়ে ভাবেন না। ভয় নেই মৃত্যু নিয়েও। কেবল দেশের জয় নিয়ে ফিরতে চান বুক চিতিয়ে।

https://www.youtube.com/watch?v=mji31A9j46Q

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া