adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পাকিস্তানে ক্রিকেটারদের বাসে হামলার সঙ্গে জড়িত জঙ্গি নিহত : পেন্টাগন

PENTAGONআন্তর্জাতিক ডেস্ক :আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় এক আল-কায়েদা নেতা নিহত হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। শনিবার তারা জানায়, কারী ইয়াসিন নামের ওই জঙ্গি ২০০৮ সালে ইসলামাবাদ হামলা ও ২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেট দলের বাসের উপর হামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল।

মার্কিন কর্মকর্তারা জানান, ইয়াসিন বেলুচিস্তানের বাসিন্দা। তেহরিক ই তালেবানের সঙ্গে তার সম্পর্ক ছিল এবং আল-কায়েদার বেশ কয়েকটি সন্ত্রাসী অভিযানে জড়িত ছিলেন তিনি। ১৯ মার্চ পাকতিকা প্রদেশে বিমান হামলায় নিহত হন তিনি।

ইসলামাবাদে ম্যারিয়ট হোটেলের হামলায় জড়িত ছিলেন ইয়াসিন। ওই হামলায় দুজন মার্কিন নাগরিকও মারা যান। এছাড়া ২০০৯ সালে পাকিস্তান সফররত শ্রীলঙ্কান ক্রিকেট টিমের উপর হামলার সঙ্গেও সংশ্লিষ্ট ছিলেন তিনি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস বলেন, ‘কারি ইয়াসিনের মৃত্যু এটা্ই প্রমাণ করে যে যারা ইসলামের নামে নিষ্পাপ মানুষকে হত্যা করে তারা সুবিচার থেকে পালাতে পারবেনা।’

সূত্র: এপি
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া