adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৬৪ জেলার এসপিকে পুলিশ সদরদপ্তরের সতর্কবার্তা

p pডেস্ক রিপাের্ট : হঠাৎ জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর। ২৫ মার্চ শনিবার রাতে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) এ সতর্কবার্তা দেয়া হয়।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সহেলী ফেরদৌস বলেন,  জেলার পুলিশ সুপারদের (এসপি) বিশেষ বার্তা দেয়া হয়েছে। সবাই যেন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেন সে ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে বিদেশি নাগরিক, বিশিষ্ট ব্যক্তি ও বিশেষ স্থাপনার সামনে কড়া নজরদারিসহ দায়িত্বরত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক প্রস্তুত থাকতে বলা হয়েছে।

সহেলী ফেরদৌস জানান, সিলেটের দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানায় যৌথ বাহিনীর অভিযানের সময় প্রাণঘাতী বিস্ফোরণে হতাহতের পর শনিবার রাতে এ সতর্ক বার্তা দেয়া হয়।

গত বৃহস্পতিবার রাতে সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানার সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন শুক্রবার ভোরে সেখানে অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর অভিযানে যোগ দেয় সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরাও। ২৬ মার্চ রবিবার দুপুর পর্যন্ত জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ ঘিরে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।  শনিবার যৌথ বাহিনীর অভিযান শুরুর পর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত দুই পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন।

এর আগে গত ১৫ ও ১৬ মার্চ চট্টগ্রামের সীতাকুন্ডে জঙ্গি আস্তানায় পৃথক দুইটি অভিযান চালানো হয়। ১৭ মার্চ রাজধানীর আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদরদপ্তরের ভেতরে ঢুকে বোমা বিস্ফোরণ ঘটায় সন্দেহভাজন এক জঙ্গি। ২৪ মার্চ দক্ষিণ সুরমায় অভিযান শুরুর দিন ঢাকার আশকোনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি পুলিশ চেকপোস্টের কাছে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে বোমা বহনকারী নিহত হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই সারাদেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া