adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইমার্জিং কাপ সোমবার শুরু – উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং

ASIA CUPনিজস্ব প্রতিবেদক : আট দেশের অংশগ্রহণে ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেট ২৭ মার্চ সোমবার মাঠে গড়াচ্ছে। আটদিন ব্যাপী আসরটি চট্টগ্রাম ও কক্সবাজারের চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। আসরের প্রথমদিনই মাঠে নামবে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ভেন্যু-১ এ বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। বাকি তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে আরো তিনটি ম্যাচ। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম-২ এ পাকিস্তান খেলবে নেপালের বিপক্ষে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভারত খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এমএ আজিজ স্টেডিয়ামে আফগানিস্তানের প্রতিপক্ষ মালয়েশিয়া। চারটি ম্যাচই শুরু হবে সকাল ৯টায়।
ইমার্জিং কাপে টেস্ট খেলুড়ে দলগুলো বাদে অন্য দলগুলো মূল জাতীয় দল নিয়ে খেলবে। তবে টেস্ট খেলুড়ে চার দেশের দলগুলো গড়া মূলত অনূর্ধ্ব-২৩ দের নিয়ে। অবশ্য চারজন করে আন্তর্জাতিক ক্রিকেটারও খেলার সুযোগ পাবে। বাংলাদেশ দলের স্কোয়ডে অধিনায়ক মুমিনুল হক ছাড়াও নাসির হোসেন, মোহাম্মদ মিথুন রয়েছেন। মেহেদি হাসান মিরাজও এই স্কোয়াডে থাকলেও হঠাৎ ওয়ানডে দলে ডাক পেয়ে উড়ে গেছেন শ্রীলঙ্কায়।
ইমার্জিং কাপে অংশ নেওয়া আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। বাংলাদেশ সেখানে ‘বি’ গ্রুপে। তাদের গ্রুপ হংকং ছাড়াও রয়েছে পাকিস্তান ও নেপাল। ‘এ’ গ্রুপের দলগুলো হলো- ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। গ্রুপ পর্ব শেষে শীর্ষে থাকা দুটি করে দল সেমিফাইনালে খেলবে। ৩ এপ্রিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া