adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বন্দুকধারীর হামলায় যুক্তরাষ্ট্রে পুলিশসহ নিহত ৪

U S Aআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে বন্দুকধারীদের সিরিজ হামলায় এক পুলিশসহ কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

বুধবার ৩টি পৃথক স্থানে এ সিরিজ হামলা চালানো হয়েছে। ওই দিন স্থানীয় সময় দুপর সাড়ে বারোটার দিকে স্থানীয় রথচাইল্ড এলাকার ম্যারাথন সেভিংস ব্যাংকের শাখায় প্রথম হামলা চালানো হয়। রথচাইল্ডে হামলাকারীর গুলিতে ২ ব্যক্তি নিহত হয়।  

এর ঠিক ১০ মিনিট পরেই স্থানীয় একটি আইনি পরামর্শ কেন্দ্রেও হামলার ঘটনা ঘটে। এখানে নিহত হন ১ জন।  

দুপুর দেড়টা নাগাদ তৃতীয় হামলাটি হয় ওয়েসটন এলাকার একটি অ্যাপার্টমেন্ট ভবনে। এখানে হামলাকারীর গুলিতে একজন পুলিশ কর্মকর্তা নিহত হন। পুলিশের সঙ্গে হামলাকারীর গুলি বিনিময় হয়। পুলিশের গুলিতে হামলাকারী আহত হলে, সেখান থেকে তাকে আটক করে হাসপাতালে পাঠানো হয়। হামলাকারী ও নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

তবে স্থানীয় মেট্রোপলিটন পুলিশ প্রধান ওয়ালি স্পার্কস জানান, প্রাথমিক তদন্ত শেষে ধারণা করা হচ্ছে পারিবারিক বিবাদের জেরে এ সিরিজ হামলার ঘটনা ঘটেছে। আটক হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত তদন্ত শেষেই প্রকৃত কারণ জানা যাবে।

সূত্র: ফক্স নিউজ
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া